ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুখোশ নিষিদ্ধ করার পর সহিংস বিক্ষোভ বাড়ছে

হংকংয়ের বিক্ষোভকারীদের হুঁশিয়ার করল চীনা সেনাবাহিনী

প্রকাশিত: ১১:৫২, ৮ অক্টোবর ২০১৯

 হংকংয়ের বিক্ষোভকারীদের হুঁশিয়ার  করল চীনা সেনাবাহিনী

চীনা সৈন্যরা হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি রবিবার হুঁশিয়ারি জানিয়েছে। কিছু বিক্ষোভকারী শহরটিতে চীনা সৈন্যদের একটি ব্যারাকে লেজার লাইট নিক্ষেপ করলে তারা এ হুঁশিয়ারি জানায়। গত চার মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে এই প্রথম বিক্ষোভকারীদের সঙ্গে চীনা সৈনিকদের সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটল। সিএনবিসি। কাউলুন অঞ্চলে অবস্থিত পিপলস লিবারেশন আর্মি গ্যারিসন কয়েক শ’ বিক্ষোভকারীর একটি দলকে সতর্ক করে বলে তারা সৈন্যদের ও ব্যারাকের দেয়াল লক্ষ্য করে লেজার লাইট নিক্ষেপের জন্য গ্রেফতার হতে পারে। এক আর্মি অফিসার চিৎকার করে ভাঙা ভাঙা উচ্চারণে হংকংয়ের প্রধান ভাষা ক্যানটোনিজে বলতে থাকেন ‘তোমাদের কর্মের ফল বহন করতে হবে’। রবিবার দ্বীপটিতে হাজারও বিক্ষোভকারী সরকারবিরোধী র‌্যালিতে যোগ দেন। বেশ কয়েক জায়াগায় সহিংস সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে বিক্ষোভ শেষ হওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে একদল বিক্ষোভকারীর এ ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। কিছু বিক্ষোভকারী রাত পড়ার সঙ্গে সঙ্গে পুলিশের ওপর ইট-পাথর ও পেট্রোল বোমা ছুড়তে থাকে। বিক্ষোভকারীরা উপনিবেশিক আমলের জরুরী আইনের তোয়াক্কা না করে মুখোশ পরে বিক্ষোভ অংশ নেন। কর্তৃপক্ষ শুক্রবার এই আইন বলবৎ করে। এই আইনে বিক্ষোভের সময় মুখোশ পরা নিষিদ্ধ করা হয়। এই আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ এক বছরের জন্য কারাদ- হবে। পুলিশ এ আইন ভঙ্গের দায়ে বেশ কিছু লোককে গ্রেফতার করেছে। ‘মুখোশবিরোধী আইন আমাদের ক্ষোভকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং অনেক লোক এর বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে,’ রবিবার নীল মুখোশ পরে বিক্ষোভে অংশ নেয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা নতুন আইনে ভীত নয়, আমরা লড়াই চালিয়ে যাবো। আমরা ন্যায়ের জন্য লড়াই করব। আমি সরকারকে এ কথা বলতে মুখোশ পরবো যে, আমি অত্যাচারী শাসকের ভয়ে ভীত নই।’ শুক্রবার রাতের সহিংস বিক্ষোভের পুনরাবৃত্তির ভয়ে কর্তৃপক্ষ রবিবারের বিশাল বিক্ষোভে বাধা দেয়। শুক্রবার রাতের সহিংস বিক্ষোভের ফলশ্রুতিতে পরদিন সকালে এশিয়ান ফাইন্যান্সিয়াল সেন্টার কার্যত বন্ধ হয়ে যায়। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম সর্বশেষ ৫০ বছর আগে ব্যবহৃত জরুরী আইন শুক্রবার বলবৎ করার কয়েক ঘণ্টা পর মুখোশ পরা বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। তারা সাবওয় স্টেশনে আগুন ধরিয়ে দেয়।
×