ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপকৃত হচ্ছে রাশিয়া

প্রকাশিত: ০৯:১৬, ২ অক্টোবর ২০১৯

উপকৃত হচ্ছে রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দু’মাস আগের ফোনালাপ নিয়ে ইম্পিচমেন্ট তদন্তের মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের বিষয় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের ছেলের ইউক্রেনের একটি জ্বালানি কোম্পানিতে লাভজনক পদে চাকরি। ইউক্রেনের দুর্নীতি নজরদারি সংস্থার (এ্যান্টি করাপশন এ্যাকশন সেন্টা) প্রধান দারিয়া কালিয়ানিউক মনে করেন, এই বিতর্ক থেকে মূলত লাভবান হচ্ছে রাশিয়া। কারণ রাশিয়ার বিরুদ্ধে গত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এখন সবার দৃষ্টি অন্যদিকে ঘুরে গেছে। -ডেইলি বিস্ট ‘সবচেয়ে দুঃখজনক ঘটনা’ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ব্রেক্সিট নিয়ে গণভোট ছিল তার ‘সবচেয়ে দুঃখজনক ঘটনা’। এর ফলে রাজনীতিতে যেভাবে জট পাকিয়েছে তাতে তিনি অত্যন্ত হতাশ। ক্যামেরনের পর দুজন প্রধানমন্ত্রীর কেউই ইইউর সঙ্গে দর কষাকষির কাজটি ঠিকমতো করতে পারেননি। ব্রিটেনের রাজনীতি এখন তীব্রভাবে দ্বিধাবিভক্ত। ক্ষমতা ছাড়ার পর তিন বছর তিনি এ বিষয়ে নীরব ছিলেন। রবিবার একটি এনপিআরকে দেয়া সাক্ষাতকারে তিনি তার এ অভিমত তুলে ধরেন। -এনপিআর
×