ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের জার্সিতে সাড়ে তিন বছর পর গোল পেলেন জীবন

প্রকাশিত: ১২:১৬, ১ অক্টোবর ২০১৯

জাতীয় দলের জার্সিতে সাড়ে তিন বছর পর গোল পেলেন জীবন

স্পোর্টস রিপোর্টার ॥ ভুটানকে উড়িয়ে দিয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রথমটিতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকরা ৪-১ গোলে বিধ্বস্ত করে ভুটানকে। এই ম্যাচে লাল-সবুজদের জয়ের অন্যতম নায়ক ছিলেন নাবিব নেওয়াজ জীবন। প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলের জার্সিতে আবারও গোল পেলেন এই ফরোয়ার্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গোল করতে মুখিয়ে ছিলাম। একটা ম্যাচে গোল পেলে আমার আত্মবিশ্বাস বাড়বে। অনেকদিন ধরে জাতীয় দলে গোল পাইনি বলে অনেক খারাপ লাগত। এটা নিয়ে অনেকে সমালোচনাও করত। তবে নিজের ওপর বিশ^াস হারাইনি। জানতাম একদিন না একদিন গোল পাবই। অনেক ভাল লাগছে যে গোল করেছি, সামনের ম্যাচগুলোতেও চেষ্টা করব গোল করার।’ সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে ১৭ গোল করে দেশীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা জীবন আরও বলেন, ‘ভুটানের বিপক্ষে এ রকম একটা জয়ের আশা করেই আমরা নেমেছিলাম। মাঠটা খারাপ ছিল বলে যেটা খেলার কথা ছিল, সেটা খেলতে পারিনি। তারপরও আশা করি সামনের ম্যাচে আরও ভাল খেলব এবং ভাল ব্যবধানে জিততে পারব।’ বৃষ্টিভেজা ও কর্দমাক্ত মাঠের কারণে বল ভালভাবে রিসিভ করতে পারছিলেন না জীবন। মুভও করতে পারছিলেন না। তারপরেও চমৎকারভাবে জোড়া গোল করেন। আবার অনেক সুযোগ নষ্টও করেছেন। ২০১৬ সালে এই ভুটানের কাছেই হেরে অধপতনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশ। এই প্রসঙ্গে জীবন বলেন, ‘আমরা জানি ভুটান সম্পর্কে। তাদের সঙ্গে একবার লজ্জাজনকভাবে হেরেছিলাম। আমার মনে হয় না যে ভুটান আমাদের চেয়ে সেরা। আমাদের আত্মবিশ^াস ছিল তাদের হারাতে পারব।’ ভুটানের সঙ্গে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৩ অক্টোবর একই ভেন্যুতে। সেই ম্যাচেও কি জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে বাংলাদেশ? এবং গোল পাবেন জীবন? ‘সামনের ম্যাচে গোল বড় কথা না। আমরা আরও ভাল ফুটবল খেলব এবং কোচের পরিকল্পনা অনুযায়ী খেলব। গোল অবশ্যই করার চেষ্টা করব।’ জীবনের ভাষ্য। আবাহনীতে খেলেন মূল স্ট্রাইকার হিসেবে। কিন্তু রবিবারের ম্যাচে ভুটানের বিরুদ্ধে কোচ জেমি ডে জীবনকে খেলিয়েছেন দ্বিতীয় স্ট্রাইকারের পেছনে। নতুন পজিশনে কিভাবে মানিয়ে নিয়েছেন জানতে চাইলে জীবনের জবাব, ‘আমার জন্য কোন সমস্যা হয়নি। কোচ বলেছেন ডিফেন্ডিং করতে হবে ৪০ ভাগ আর স্ট্রাইকিংয়ে খেলতে হবে ৬০ ভাগ। সেভাবেই খেলার চেষ্টা করেছি।’ আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ মোকাবেলা করবে বিশ্বকাপের স্বাগতিক দল কাতারকে। এ প্রসঙ্গে জীবন বলেন, ‘কাতার অবশ্যই অনেক শক্তিশালী দল। তারপরেও আমরা অনেকদিন ধরে একসঙ্গে খেলছি বলে বোঝাপড়াটাও দারুণ। আমরা যদি আমাদের মাঠে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের খেলাটা খেলতে পারি আশা করি ভাল কিছু হবে।’ জীবনকে নিয়ে মুগ্ধ কোচ জেমি ডে, ‘নতুন পজিশনে জীবন ভাল খেলেছে। আমি তার পারফর্মেন্সে মুগ্ধ। সে শুধুই আক্রমণভাগই নয়, ডিফেন্সেও সাহায্য করছে। আবার গোলের সুযোগও সৃষ্টি করছে।’ ভুটানের বিপক্ষে জিতলেও পুরোপুরি সন্তুষ্ট নন জেমি, ‘জিতে ভাল লাগছে। তবে গোল হজম করায় হতাশ। কারণ চেয়েছিলাম গোল হজম যেন না করি। আশা করি ™ি^তীয় ম্যাচে ভাল করব এবং বড় জয় নিয়ে মাঠ ছাড়ব।’
×