ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাউথ পয়েন্ট গড়ে তুলছে আধুনিক ক্যাম্পাস

প্রকাশিত: ১২:৫২, ২৯ সেপ্টেম্বর ২০১৯

সাউথ পয়েন্ট গড়ে তুলছে আধুনিক ক্যাম্পাস

দিন শেষে ঠিকই উপলব্ধিতে আসে যে, জীবনে ফলাফলনির্ভর পুঁথিগত শিক্ষা নয়, মেধাভিত্তিক সৃজনশীল শিক্ষাই কার্যকর। তাই সৃজনশীল শিক্ষায় ভাল করছে এমন প্রতিষ্ঠানের খোঁজে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজে ঢুঁ মেরে জানতে পারলাম, এখানে নোট, সাজেশন ও মুখস্থনির্ভর পুঁথিগত বিদ্যার পরিবর্তে সৃজনশীল পদ্ধতির পাঠদানসহ চলছে পাঠ্যপুস্তকের ডিজিটাল কনটেন্ট তথা স্মার্ট ক্লাস তৈরির কার্যক্রম। এখানে প্রথমেই প্রাধান্য দেয়া হয়েছে শিক্ষানুকূল আদর্শ ক্যাম্পাস গড়ার ব্যাপারটি। বারিধারায় প্রায় ৯ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক ক্যাম্পাস। মালিবাগে ৬ বিঘা জমিতে চলছে নির্মাণ কাজ। উত্তরায়ও নেয়া হয়েছে ৭ বিঘা জমি। অবশিষ্ট শাখাগুলোও জমি সংগ্রহসহ যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। ২০০২ সালে মাত্র ২০০ ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে এখন প্রায় ১২০০০ ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করছে এবং ১০০০ মেধাবী শিক্ষক-শিক্ষিকাসহ ১৩০০ কর্মকর্তা-কর্মচারী এখানে কর্মরত আছেন। বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী এম এ রশিদের পৃষ্ঠপোষকতায় এবং ভিকারুননিসা নূন কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বরেণ্য শিক্ষানুরাগী, উদ্যোক্তা অধ্যক্ষ হামিদা আলী এটি প্রতিষ্ঠা করেন। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা মাধ্যম, ইংরেজী ভার্সন ও ইংরেজী মাধ্যমের এই প্রতিষ্ঠানটির মালিবাগ, বনানী, বারিধারা, মিরপুর ও উত্তরাসহ মোট ৫টি শাখা রয়েছে। বারিধারা জে ব্লকে তিন একর জমিতে গড়ে তোলা হয়েছে ৯ তলা ও ৩ তলা ভবন সংবলিত বিশাল ক্যাম্পাস। বড় আঙ্গিনা পেরিয়ে ভেতরে ঢুকতেই উপরে ওঠার চলন্ত সিঁড়ি ও বিরাটাকার একাধিক লিফট। সাউথ পয়েন্টের ৫টি শাখায়ই রয়েছে অত্যন্ত যোগ্য ও দক্ষতা সম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক ম-লীগণ। বনানী, বারিধারা, মালিবাগ, মিরপুর, উত্তরা ও ধোলাই পাড়ে রয়েছেন যথাক্রমে মোঃ মতিউর রহমান, উইং কমান্ডার এ. এম. আমজাদ হোসেন (অবঃ), কর্নেল মোঃ শামসুল আলম পিএসসি (অবঃ), লেঃ কর্নেল শেখ আমজাদ হোসেন (অবঃ) ও ক্যাপ্টেন গোলাম মোঃ সবুর (অবঃ), বিএন। পরীক্ষায় ভাল করার উদ্দেশ্যে নোট, সাজেশন তথা মুখস্থ বিদ্যার পরিবর্তে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হয় এখানে। সৃজনশীল শিক্ষা বলতে- শিক্ষক মূল পাঠ্য থেকে নিজস্ব তৈরিকৃত অনুচ্ছেদের উপর ‘ব্রেইন স্টর্মিং বা চিন্তার উদ্রেক ঘটায় এমন প্রশ্ন তৈরি করে পাঠ প্রস্তুত করেন। একই সঙ্গে প্রতিদিনের শ্রেণীপাঠ বাস্তবতার নিরিখে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে পড়ান এবং তার ওপর শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রশ্ন ও উত্তর তৈরি করে। আক্ষরিক অর্থে এটাই সৃজনশীল শিক্ষা। এখানে পাঠ্যপুস্তকের ডিজিটাল কনটেন্ট তথা স্মার্ট ক্লাস তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীনসহ আছে স্পেসিয়াস অডিটরিয়াম, হাইস্পিড ইন্টারনেট সুবিধাসহ আধুনিক ‘ই লাইব্রেরী, ল্যাব, এমনকি স্বাস্থ্যসম্মত ক্যান্টিনও। সাউথ পয়েন্টের বাংলা মাধ্যম ও ভার্সনের পাসের হার ঈর্ষণীয়। প্রতি বছরই শতভাগ পাস। সেই সঙ্গে বছরব্যাপী বৃদ্ধি পাচ্ছে জিপিএ ফাইভ বা এ প্লাসের সংখ্যাও। জিপিএ ফাইভের হার প্রতিবছরই ৮০ থেকে ৯০%। গত বছর গুলশান থানায় ৮৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৭৫ জনই সাউথ পয়েন্টের। এর মধ্যে ট্যালেন্টপুলে পেয়েছে ১৮ জন। এ বছরও ভাল করেছে। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং উক্ত বছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯ম স্থান লাভ করে। সাউথ পয়েন্টের ইংরেজী মাধ্যম শাখার শিক্ষার্থীরা শুরু থেকেই ও’ এবং এ’ লেভেল পরীক্ষায় কান্ট্রি হায়েস্ট রিজাল্ট অর্জনের জন্য ‘আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লার্নার এ্যাওয়ার্ড ও ডেইলি স্টার এ্যাওয়ার্ড অর্জন করে। সর্বশেষ ২০১৯ ‘ও’ লেভেল পরীক্ষায়ও সাত বিষয়ের ৬টিতেই ‘এ* ও একটিতে ‘এ গ্রেড এবং এ’ লেভেল পীক্ষায় ৫ বিষয়ের মধ্যে ৩টিতেই এ* ও ২টিতে এ’ গ্রেড অর্জনসহ অভূতপূর্ব ফলাফল করে। আর এই ফলাফলের জন্য ও’ এবং এ’ লেভেলে যথাক্রমে ৭৯% ও ৫৭% শিক্ষার্থী ডেইলি স্টার এ্যাওয়ার্ড অর্জন করে। সাউথ পয়েন্ট বনানী শাখা জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের চঅঝঈঐ প্রোগ্রামের আওতায় জার্মান ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। যার অধীনে শিক্ষার্থীরা প্রতি বছর বৃত্তি সুবিধায় জার্মানে উচ্চশিক্ষার সুযোগসহ বিভিন্ন প্রতিযোগিতায় জার্মান সফর করছে তাদের অর্থায়নেই। কেবল জার্মানিতেই নয়, ২০১৩-তে সাউথ পয়েন্ট বনানীর একদল শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের নাসা সফর করে। সম্প্রতি বনানীর আর এক শিক্ষার্থী ইন্দোনেশিয়ার ইয়োগীকার্তায় অনুষ্ঠিত গ্লোবাল সিটিজেনশিপ ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য মনোনীত হয়। সাউথ পয়েন্টের অন্যান্য শাখার শিক্ষার্থীরাও উপযুক্ত একাডেমিক শিক্ষা তথা প্রত্যাশিত ফলাফলের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করছে অভূতপূর্ব সাফল্য। বিটিভিতে সম্প্রচারিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা পরপর ২-বার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
×