ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বগুড়ার বিলে ২শ’ ৪০ বস্তা পুরনো টাকার টুকরা

প্রকাশিত: ১১:২৭, ২৫ সেপ্টেম্বর ২০১৯

বগুড়ার বিলে ২শ’ ৪০ বস্তা পুরনো টাকার টুকরা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকার খারুয়ার বিলের ধারে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) বিভিন্ন মানের কারেন্সি নোটের বিপুল টুকরো উদ্ধার করা হয়েছে। এ পরিমাণ অন্তত দশ বস্তা। এলাকার লোকজন বলছেন, বিলের পানির মধ্যে টাকার আরও অনেক টুকরো আছে। পুলিশ উদ্ধার হওয়া টাকা আলামত হিসেবে টুকরো টাকার তিন বস্তা নিয়ে গেছে। কোন ডাইসে পুরাতন এই নোটগুলোর কুচি কুচি করে কাটা হয়। এর মধ্যে পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ, এক শ’, পাঁচ শ’ ও এক হাজার টাকা মূল্যমানের নোট আছে। বিলের ধারের জালশুকা গ্রামের লোকজন বললেন, সকালে টুকরো নোটগুলো এভাবে পড়ে থাকতে দেখে প্রশাসনকে খবর দেয়। প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সেখানে যায়। বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক জগন্নাথ ঘোষ জানিয়েছেন, টাকাগুলো অনেক পুরাতন। এগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় বাতিল করে ধ্বংস করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বাতিল টাকাগুলো ধ্বংস করে কোন স্থানে আবর্জনা ডাম্পিং করার জন্য পৌর কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়। প্রথম পর্যায়ে ২৪০ বস্তা বাতিল ঘোষিত পুরাতন নোট বর্জ্য হিসেবে ডাম্পিং করার জন্য পৌর কর্তৃপক্ষকে দেয়া হয়। সম্ভবত তারা ট্রাকে করে এই টুকরো টাকা সেখানে ফেলে। ুএ বিষয়ে জানার জন্য পৌর মেয়রের কাছে কয়েকবার ফোন করলে সুইচড অফ পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখায় পুরাতন ব্যবহার অনুপযোগী বাতিল ঘোষিত টুকরো অবস্থায় আরও প্রায় ১৪শ’ বস্তা টাকা আছে। এগুলো পর্যায়ক্রমে ডাম্পিং করা হবে। যেহেতু বিষয়টি বগুড়ায় নতুন তাই আলোচনা শুরু হয়েছে।
×