ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ১২:১৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ক্যাম্পাস সংবাদ

ওয়ার্ল্ড এডু সামিটে ডিআইইউ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিনিধি দল ৯ম ওয়ার্ল্ড এডু সামিটে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি; চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিস, ডিআইইউ। এমটিসি গ্লোবালের আয়োজনে গত ৭ সেপ্টেম্বর ভারতের ব্যাঙ্গালুরু শহরে অনুষ্ঠিত হয় এ আয়োজন। ‘উচ্চ শিক্ষার আন্তর্জাতিকীকরণ : প্রতিবন্ধকতা ও সুযোগ’ শীর্ষক এই আন্তর্জাতিক সামিটে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি সম্মানিত অতিথি হিসেবে উচ্চ শিক্ষার আন্তর্জাতিকীকরণ: প্রতিবন্ধকতা ও সুযোগ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং ডিআইইউর অভ্যন্তরীণ গুণগতমান নিশ্চিতকরণ সেলের পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের অবস্থান ও এ বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূমিকা শীর্ষক বক্তব্য সামিটে উপস্থাপন করেন। সম্মেলন শেষে ডিআইইউ প্রতিনিধি দল উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে ও যৌথ গবেষণা এবং শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ভারতের বালারী, কর্নাটকের বালারী ইনস্টিটিউট অব টেকনোলজি এ্যান্ড ম্যানেজমেন্ট সঙ্গে একটি সমঝোতা স্মারকে চুক্তি স্বাক্ষর করেন। তামাকবিরোধী আলোচনা সভা সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘‘তামাকজাত দ্রব্যেও মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক ঢাকা বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়; বাংলাদেশ তামাকবিরোধী জোট এবং টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্চ সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য অনু বিভাগ) মোঃ সাইদুর রহমান; জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও যুগ্ম সচিব খায়রুল আলম শেখ, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সেলিম রেজা; অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) একেএম মাসুদুজ্জামান; অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম। সভায় তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম সুজন এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্চ সেলের গবেষণা সহকারী ও প্রজেক্ট অফিসার ফারহানা জামান লিজা। ক্যাম্পাস প্রতিবেদক
×