ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিন্দীকে জাতীয় ভাষা করার দাবি অমিত শাহর

প্রকাশিত: ০৯:০১, ১৫ সেপ্টেম্বর ২০১৯

হিন্দীকে জাতীয় ভাষা করার দাবি অমিত শাহর

হিন্দীকে জাতীয় ভাষা করার দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হিন্দী দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সর্বাধিক কথিত ভাষা হলো হিন্দী। আর এই ভাষা দেশের মানুষের মধ্যে একতা তৈরির ক্ষমতা রাখে। তাই এই ভাষাকেই জাতীয় ভাষা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তবে তিনি একথাও স্বীকার করেছেন যে, ভারত বহু ভাষাভাষী মানুষের দেশ এবং প্রতিটি ভাষারই নিজস্ব গুরুত্ব রয়েছে। তার পরেও হিন্দীর গুরুত্ব উল্লেখ করে দেশের জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করার প্রস্তাব করেন। অমিত শাহ বলেন, হিন্দীই পারে দেশকে একসূত্রে গাঁথতে। প্রতি বছর ১৪ সেপ্টেম্বর হিন্দী ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৪৯ সালের এই দিনেই ভারতের গণপরিষদ হিন্দীকে দেশটির সরকারী ভাষা হিসেবে গ্রহণ করে। ওই দিনের তাৎপর্য তুলে ধরতেই প্রতিবছর এই দিনটি পালন করা হয়। -এনডিটিভি
×