ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১ লাখ ফিলিস্তিনী শরণার্থীকে গ্রহণে রাজি কানাডা

প্রকাশিত: ০৯:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৯

 ১ লাখ ফিলিস্তিনী  শরণার্থীকে গ্রহণে  রাজি কানাডা

মার্কিন মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়া থেকে ৬০ হাজার ও লেবানন থেকে ৪০ হাজার ফিলিস্তিনী শরণার্থী গ্রহণ করতে যাচ্ছে কানাডা। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে লেবাননের সংবাদপত্র আল আখবার এ খবর জানিয়েছে। তবে কানাডার অভিবাসন মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করেছে। আল আখবার। প্রতিবেদনে বলা হয়েছে, এই ইস্যুতে আমেরিকা ও কানাডার সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত আসছে। একই ধরনের সমঝোতা যুক্তরাষ্ট্র-স্পেন এবং ফ্রান্স-বেলজিয়ামের মধ্যেও রয়েছে। পরবর্তীতে লেবানন থেকে ১৬ হাজার ফিলিস্তিনী শরণার্থী গ্রহণ করবে স্পেন। কর্মকর্তারা অভিবাসন নেটওয়ার্ক ও সংস্থাগুলোর প্রস্তাবিত সুযোগ-সুবিধাগুলো প্রকাশ করেছে। যেসব সংস্থা ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পগুলোতে সক্রিয় রয়েছে। শরণার্থী বিশেষজ্ঞ তারেক হামমুদ বলেন, যদি এসব সমঝোতা কার্যকর হয়, তবে তা হবে জাতিসংঘের ১৯৪ ও অন্যান্য রেজুলেশনে বর্ণিত আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনী শরণার্থীদের নিশ্চয়তা দেয়া মানবাধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’।
×