ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘটআশুলিয়ায়

প্রকাশিত: ১২:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৯

আশুলিয়ায় পোশাক  শ্রমিকদের  অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক  শ্রমিকদের  অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক  শ্রমিকদের  অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক  শ্রমিকদের  অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক  শ্রমিকদের  অবস্থান ধর্মঘটআশুলিয়ায় পোশাক  শ্রমিকদের  অবস্থান ধর্মঘটআশুলিয়ায়

সংবাদদাতা, সাভার, ৫ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় বন্ধ কারখানা চালু, ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও নারী শ্রমিকদের নির্যাতনের বিচার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ইএসকেই ক্লোথিকং লিমিটেড-এর সামনে অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে অবস্থান নেয় প্রায় ৮০০ শ্রমিক। শ্রমিকরা জানায়, প্রতি মাসেই বেতন-ভাতা নিয়ে তাদের কারখানা গড়িমসি করে। গত বৃহস্পতিবার ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে। এর প্রতিবাদে গত রবিবার কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ করলে কর্তৃপক্ষের সঙ্গে সংর্ঘষে চার নারী আহত হন। সেই নারীদের নির্যাতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে টানা চারদিন শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী পালন করে আসলে বুধবার সকালে কারখানার সামনে বন্ধের নোটিস টানিয়ে দেয়া হয়। এজন্য কারখানা চালুসহ সব সমস্যা সমাধানের জন্য সকাল থেকে এ অবস্থান ধর্মঘট করছে বলে জানায় শ্রমিকরা। এ বিষয়ে কারখানার এজিএম নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
×