ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ৮৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

 চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে  ৮৪ লাখ  টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার দায়ে একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই বিভাগের অপর এক অভিযানে পাহাড় কেটে বহুতল আবাসিক ভবন তৈরির অভিযোগে একটি আবাসন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। বুধবার পরিবেশ অধিদফতরের শুনানি শেষে এ দন্ড প্রদান করা হয়। পরিবেশ অধিদফতর সূত্রে জানানো হয়, দন্ডিত সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানটির নাম ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মহানগরীর কালুরঘাট এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার দায়ে এ প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর পরিচালক আজাদুর রহমান মল্লিক এ রায় প্রদান করেন। এছাড়া কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ ও পরিবেশ ছাড়পত্র না নেয়া পর্যন্ত এ কারখানায় কোন ধরনের উৎপাদন কাজ চালানো যাবে না। গত মঙ্গলবার কারখানাটিতে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতরের টিম। এ সংক্রান্তে কোন ছাড়পত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বুধবার শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। এদিকে, চট্টগ্রাম মহানগীর কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অপরাধে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানকে।
×