ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচনার অযথা বিলম্বিত না করার আহ্বান

অর্থনীতিতে অস্থিরতা সত্ত্বেও চীনের প্রতি ট্রাম্পের কড়া সুর

প্রকাশিত: ০৮:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

অর্থনীতিতে অস্থিরতা সত্ত্বেও চীনের প্রতি ট্রাম্পের কড়া সুর

বাণিজ্যযুদ্ধের ফলে মার্কিন অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হওয়ার ইঙ্গিত সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চীনের প্রতি কঠোন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বাণিজ্য আলোচনায় সময় ক্ষেপণ না করার জন্য তিনি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য লড়াই বছর গড়াতে চলেছে। গত কয়েক মাসে এটি তীব্রতর হয়েছে। এরই মধ্যে ট্রাম্প টুইটে বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি হয়ত বিদায় নেবেন এই আশায় চীনা আলোচকরা বিলম্ব করছেন। গত সপ্তাহে উভয়পক্ষই নমনীয়তা দেখিয়েছিল। কিন্তু হোয়াইট হাউসের সাম্প্রতিক এ আক্রমণের ফলে সব কিছু ভেস্তে গেল। উভয়পক্ষের নমনীয়তার ফলে বাজারে কিছুটা শান্তভাব বিরাজ করছিল। চীনের ক্রমাবনতিশীল অর্থনীতি অপেক্ষার জন্য মাসুল গুনতে পারে দাবি করে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত যে, তারা নতুন প্রশাসনের সঙ্গে চুক্তি করতেই পছন্দ করবে... ১৬ মাসেরও বেশি সময় চাকরি ও কোম্পানিগুলোর রক্তক্ষরণের জন্য দীর্ঘ সময় হবে।’ তিনি আরও বলেন, ‘অতপর আমি যখন বিজয়ী হব, চীনের ভাগ্যে কী ঘটবে সেটা চিন্তা করুন। চুক্তি হবে আরও কঠিনতর।’ ট্রাম্প যখন চীনের অর্থনীতি দুর্বল হচ্ছে বলে ইঙ্গিত দেন, তখন একটি জরিপে দেখা যায়, মার্কিন উৎপাদনকারী খাত তিন বছরের মধ্যে গত মাসে প্রথম চুক্তি করেছে। যখন এটার অর্থ এই নয় যে, মার্কিন মন্দা উঁকি দিচ্ছে, অর্থনীতিবিদরা মঙ্গলবার বলেন, এটা উদ্বেগজনক বার্তা। ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলার চীনা আমদানি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করায় মঙ্গলবার সকালে ওয়াল স্ট্রিটে বিপর্যয় দেখা দিয়েছে। ডাউ সূচকের পতন হয়েছে এক দশমিক তিন শতাংশ। গত ১০ বছরে মার্কিন ডলারের মূল্যমান তৃতীয় বছরের মতো সর্বনি¤েœ নেমেছে। সিনহুয়া জানায়, রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস ও ডেভিড পারডু চীনের শীর্ষ বাণিজ্য আলোচক উপপ্রধানমন্ত্রী লিউ হের সঙ্গে বেজিংয়ে সাক্ষাত করেছেন। সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে সমঝোতা প্রস্তাবের আশা করেছিল চীন। -ব্যাঙ্কক পোস্ট
×