ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঋণ কেলেঙ্কারি মামলা থেকে থাকসিনের অব্যাহতি

প্রকাশিত: ০৯:১৪, ১ সেপ্টেম্বর ২০১৯

ঋণ কেলেঙ্কারি মামলা থেকে থাকসিনের অব্যাহতি

থাইল্যান্ডের সুপ্রীমকোর্টের অপরাধ বিভাগ শুক্রবার ক্রুংথাই ব্যাংক লোন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে বেকসুর খালাস দিয়েছে। আদালত জানিয়েছে, ২০০৩-২০০৪ সালের মধ্যে ক্রিসডা মহানাক্রন পাবলিক কোম্পানি লিমিটেডকে ৯.৯ বিলিয়ন বাথ লোন দেয়ার সঙ্গে থাকসিনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ডেভেলপার কোম্পানিটিকে অবৈধভাবে ওই লোন পাইয়ে দেয়ার অভিযোগে থাকসিনসহ অন্তত ২৬ ব্যক্তি ও ব্যক্তিগত কয়েকটি ফার্মকে জড়িয়ে এ মামলা দেয়া হয়। আদালত আরও জানায়, প্রসিকউশনের এক সাক্ষী চাইনারং ইন্টারামেসাপ দাবি করেন, বিপুল পরিমাণ ওই অর্থ কেলেঙ্কারির নেপথ্য নায়ক থাকসিনই ছিলেন। চাইনারং তার বিবৃতিতে আরও জানান, থাকসিন অথবা তার সাবেক স্ত্রী খুইয়িং পোতজমন এসেস্টেস সিকিউরিটি কমিটির প্রধান থাকায় কাজটি করতে পেরেছেন। তবে আদালত জানিয়েছে, সাক্ষীর বক্তেব্যের সঙ্গে বাস্তবতার কোন মিল নেই, বরং যথেষ্ট অসঙ্গতি রয়েছে। -হংকং পোষ্ট কাশ্মীরের পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয় ॥ ইয়েচুরি ভারতের জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকার যতই সাফাই করুক, কাশ্মীরের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। সম্প্রতি কাশ্মীর থেকে ফিরে এমনই ইঙ্গিত দিলেন ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ইন্ডিয়া টুডে বাতিল হওয়া বিধানসভায় সিপিআইএমের বিধায়ক ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে গত বৃহস্পতিবার কাশ্মীর যান সীতারাম। শুক্রবার ইয়েচুরি জানান, কাশ্মীরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গিয়েছে, তাতে কাশ্মীর স্বাভাবিক নয়। সীতারাম বলেন, সুপ্রীমকোর্টের অনুমতি নিয়ে কাশ্মীরে কমরেড ইউসুফ তারিগামিকে দেখতে গিয়েছিলাম। শ্রীনগর বিমানবন্দর থেকে আমাকে এসকর্ট করে তারিগামির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা দিন কাটিয়েছিলাম আমি। নিরাপত্তাবাহিনী চাইছিল আমি দিল্লী ফিরে যাই। কিন্তু আমি তারিগামির চিকিৎসক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, যাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারি।
×