ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্বেগ সত্ত্বেও সারা ভারতে এনআরসি চায় বিজেপি

প্রকাশিত: ০৯:১১, ১ সেপ্টেম্বর ২০১৯

উদ্বেগ সত্ত্বেও সারা ভারতে এনআরসি চায় বিজেপি

অসমের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাদের অভিযোগ, অবৈধভাবে বহু বিদেশী নাগরিক এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছে। তবে অসমের এনআরসি নিয়ে উদ্বেগ থাকলেও ভারতজুড়ে এ প্রক্রিয়া চালু করতে চান বিজেপি নেতারা। শনিবার সকালে অসমের চূড়ান্ত এনআরসি প্রকাশ করা হয়। তালিকা থেকে বাদ পড়েন ১৯ লাখ মানুষ। সেখানে পাঁচ বছর আগে এই তালিকা করার কাজ শুরু হয়েছিল। দ্য ডিপ্লোম্যাট। অসমের বিজেপি সভাপতি রঞ্জিত দাস কিছু কর্মকর্তার দিকে ইঙ্গিত করে বলেন, চূড়ান্ত তালিকায় নাম ওঠানোর জন্য বিদেশীদের কাছ থেকে তারা অবৈধ কাগজপত্রও গ্রহণ করেছেন। রঞ্জিত দাসের ক্ষোভ প্রকাশের আগে গত ১৯ আগস্ট অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল দিল্লীতে সাংবাদিকদের বলেন, যেসব বিদেশী চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের শনাক্তে সরকার আইনগত পদক্ষেপ বিবেচনা করতে পারে। এনআরসি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনার জন্য তিনি রাজধানী দিল্লী যান। অসমেই এনআরসি হালনাগাদ করা হলো। সরকার ও অল অসম স্টুডেন্টস ইউনিয়নের (এএএসইউ) মধ্যে ২০০৫ সালে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে এই হালনাগাদ করা হলো। সুপ্রীমকোর্টের তত্ত্বাবধানে করা অসমের চূড়ান্ত নাগরিক তালিকার প্রক্রিয়া নিয়ে বিজেপির মধ্যে অসন্তুষ্টি থাকলেও তারা জানিয়েছে, সারাদেশে এনআরসি চালু করতে তারা আগ্রহী। এদিকে বিজেপির ভোটব্যাংক হিসেবে পরিচিত বাংলাদেশ থেকে যাওয়া বিপুল সংখ্যক হিন্দু তালিকা থেকে বাদ পড়ায়ও উদ্বিগ্ন বিজেপি। নির্বাচনী ইশতেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলে যে, বাংলাদেশ থেকে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব মঞ্জুর করতে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধিত) বিল পুনরায় পার্লামেন্টে তুলবে তারা। জানুয়ারিতে বিজেপি দ্রুত বিলটি পার্লামেন্টে পাসের উদ্যোগ নিলে পুরো উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অমুসলিম বিদেশীদের একটি অংশকে নাগরিকত্ব দেয়া হলে এনআরসি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। কারণ এই প্রক্রিয়ায় ধর্মের ভিত্তিতে কোন বিভাজন করা হয়নি। অসমের গত দুই মাসের কয়েকটি ঘটনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, বিজেপি বিলটি ফের পার্লামেন্টে তোলার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এই প্রক্রিয়ায় এ অঞ্চলে কোন সহিংস ঘটনা ঘটবে না। দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘অতীতের মতো ভুল’ আর হবে না। দলের নির্বাচনী ইশতেহার ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করে পদক্ষেপ নেয়া হবে। সুপ্রীমকোর্টের এক আইনজীবী এনআরসি বিষয়ে বিজেপির নীতির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখানে তিনি বলেন, এটি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারার সরল স্বীকারোক্তি তাদের।
×