ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটবলার রুমকীর হাইজাম্পে রেকর্ড

প্রকাশিত: ০৯:৩২, ৩১ আগস্ট ২০১৯

 ফুটবলার রুমকীর হাইজাম্পে রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় সামার এ্যাথলেটিক্স শুরু হয়েছে শুক্রবার থেকে। আসরের প্রথমদিনে মহিলা হাইজাম্পে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকী ১.৬৮ মিটার উচ্চতা অতিক্রম করেছেন। পূর্বের রেকর্ডটি ছিল ২০০৪ সালে সাথী পারভিনের (১.৬৬ মিটার)। রুমকী এক সময় খেলতেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে। শুক্রবার স্বর্ণজয়ের পর তার প্রতিক্রিয়া, ‘খুব ভাল লাগছে সাফল্য পেয়ে। এটা আমার চ্যালেঞ্জ ছিল। কেননা সবাই বলতো, তুমি ফুটবল ছেড়ে এ্যাথলেট হয়েছ, সাফল্য কোথায়?’ ১৯ বছর বয়সী রুমকী সিরাজগঞ্জের সদর থানার দিয়ার ধানগড়া গ্রামের ব্যবসায়ী বাবা আবদুর রহিম এবং গৃহিণী মা পারুল বেগমের পাঁচ কন্যার (কোন ছেলে নেই) চতুর্থ সন্তান। ছোট বোন রাফিন আক্তার রিনতিও একজন এ্যাথলেট। ঢাকার বনানীর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিকে মানবিক বিষয় নিয়ে পড়ছেন রুমকী। তিনি ২০১৪ সালের জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাার হয়ে হাইজাম্পে স্বর্ণ এবং চার গুণিতক ১০০ মিটার রিলেতে জেতেন তাম্রপদক। ২০১৪ সালে সেনাবাহিনী এবং ২০১৭ সালে বাংলাদেশ জেলে যোগ দেন রুমকী। ২০১৯ সাল পর্যন্ত এই দু’দলের হয়ে জাতীয় এ্যাথলেটিক্সে মোট ১১টি পদক জিতেছেন। এর মধ্যে ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৭টি তাম্রপদক। পদকগুলোর মধ্যে ৯টিই জিতেছেন জেলের হয়ে, এর মধ্যে ৩টি স্বর্ণও আছে।
×