ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে প্রবল স্রোত, ফেরি চলাচল ব্যাহত

প্রকাশিত: ১১:৩৩, ৩০ আগস্ট ২০১৯

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে প্রবল স্রোত, ফেরি চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মায় প্রবল স্রোত ও নাব্য সঙ্কটে ব্যাহত হচ্ছে শিমুুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটের ফেরি চলাচল। সীমিত আকারে ফেরি দিয়ে কোনমতে সার্ভিস সচল রাখা হয়েছে। কখনও কখনও রাতে একেবারেই ফেরি চলাচল বন্ধ থাকছে। সপ্তাহ খানেক ধরে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়াঘাটে কয়েক শ’ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে এদের অধিকাংশই পণ্যবাহী ট্রাক। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নাব্য সঙ্কটের কারণে মাস খানেক ধরে পুরনো চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প চ্যানেল দিয়ে চলছে ফেরি। বিকল্প চ্যানেলটি সরু হওয়ায় এবং হঠাৎ করে গেল সাত দিন ধরে সে পথে পলি জমে নাব্য সঙ্কট দেখা দেয়ায় এবং এর সঙ্গে স্রোত বেড়ে যাওযায় স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। তিনি আরও জানান, ঝুঁকি এড়াতে ফেরিতে কম সংখ্যক গাড়ি লোড নিয়ে চলছে ফেরি।
×