ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিস্তারিত পৃষ্ঠা-১১

এইচএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ

প্রকাশিত: ১০:৪৮, ৩০ আগস্ট ২০১৯

এইচএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি প্রকাশিত এ সময়সূচী শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল বাশার স্বাক্ষরিত সময়সূচীতে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে ৪ মে তত্ত্বী (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ৫-১৩ মের মধ্যে শেষ করতে হবে। গত বছরের চেয়ে পরীক্ষার দিন সংখ্যা সামান্য কমেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, পরীক্ষার মোট দিন সামান্য কমেছে। চারদিন কম সময় এবার নেয়া হয়েছে আগের বছরের তুলনায়। এছাড়া পরীক্ষার সময়সূচীর বাকি দিকগুলো আগের মতোই আছে। প্রতি বছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নিদর্শনাবলীতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে গিয়ে আসন গ্রহণ করতে হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রাম ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মেবাইল ফোন আনতে পারবে না। কেন্দ্র সচিবকেও ব্যবহার করতে হবে সাধারণ মোবাইল। পঞ্চম শ্রেণীর সমাপনীর পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের চিন্তা : নানা অভিযোগের পর এবার পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বছর থেকেই এক উপজেলার খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ বিষয়টি ‘অনেকটা’ চূড়ান্ত করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের পরীক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আগামী ১৭ নবেম্বর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথমে ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু উদ্যোগ নেয়া হয়েছে। যার মধ্যে আছে পরীক্ষার সময়সূচী তৈরি, প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা, উত্তরপত্র মূল্যায়ন, পরীক্ষার ফি নির্ধারণ ইত্যাদি। এক যুগ্ম সচিব জানান, যে উপজেলায় পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে সে উপজেলায় নম্বরপত্র টেবুলেশন করে সিল স্বাক্ষরসহ সংশ্লিষ্ট উপজেলায় প্রেরণ করা জরুরী। এতে কোন অনিয়ম বা উত্তরপত্র মূল্যায়নে বিলম্ব হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। যেসব বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে থাকবেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা অন্য কাউকে কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ প্রদান না করার জন্য চিন্তাভাবনা চলছে। জানা গেছে, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বলেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন। এ বিষয়ে কোন অবহেলা, বিলম্ব বা অনিয়ম পরিলক্ষিত হলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান চৌধুরী বলেন, নিজ উপজেলায় পঞ্চম শ্রেণীর খাতা মূল্যায়নের বিষয়ে নানা অভিযোগ থাকায় এ পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। তাই এবার এক উপজেলার খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করা হবে। তিনি বলেন, সম্প্রতি মন্ত্রণালয়ে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত এক সভায় খাতা মূল্যায়নের বিষয়ে গত বছরের অভিজ্ঞতা তুলে ধরেছেন মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তারা। সেসব অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×