ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল খুলে দিন ॥ এইচআরডব্লিউ

প্রকাশিত: ০৮:৫০, ৩০ আগস্ট ২০১৯

কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল খুলে দিন ॥ এইচআরডব্লিউ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল পুনরায় চালু করার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার সংস্থাটি অবিলম্বে কাশ্মীরের অচলাবস্থা কাটিয়ে এই বিধিনিষেধ তুলে ফেলার আহ্বান জানায়। ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় জম্মু-কাশ্মীর পুনর্বিন্যাস বিল। কাশ্মীরজুড়ে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। এখনও অধিকাংশ অঞ্চলে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতা। জরুরী অবস্থা জারি থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সরকারের দাবি, গুজব ও সহিংসতা রোধে এই পদক্ষেপ। -এনডিটিভি
×