ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি নারী চলচ্চিত্র নির্মাতা

প্রকাশিত: ০৯:২৩, ২৯ আগস্ট ২০১৯

সৌদি নারী চলচ্চিত্র নির্মাতা

প্রথম সৌদি নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের অবস্থান পোক্ত করতে চলেছেন হাইফা আল মানসুর। রক্ষণশীল দেশটিতে চলচ্চিত্র ও থিয়েটারের ওপর ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর পরিস্থিতি এখন শিল্প অনুরাগীদের অনুকূলে। হাইফার মেরি শেলি ছবিটি রিয়াদসহ অনেক দেশে প্রদর্শিত হয়েছে। জন্মসূত্রে সৌদি নাগরিক হলেও তিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসের সান ফার্নান্ডো ভ্যালিতে। তার ‘ন্যাপিলি এভার আফটার’ ছবিটি এখন নেটফ্লিক্সে চলছে। -হলিউড রিপোর্টার ফরাসী স্পেস কমান্ড মহাকাশ নিজের প্রভাব বিস্তারের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। ২০৩০ সালের মধ্যে উপগ্রহগুলো লেসার, ক্যামেরা এবং প্রয়োজনে আগ্নেয়াস্ত্র সংযোজনের একটি পরিকল্পনার কথা সম্প্রতি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি ঘোষণা করেন। গত মাসে বাস্তিল দিবস উদযাপনের সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জয়েন্ট স্পেস কমান্ডের নতুন রূপরেখা প্রকাশ করেন। ফ্রান্স ২০১০ সাল থেকেই মহাকাশে আধিপত্য বিস্তারের বিষয়ে সক্রিয় রয়েছে। বর্তমানে এর জন্য ৭৭৪ মিলিয়ন ডলার সামরিক বাজেট অনুমোদন করা হয়েছে। -স্লেট
×