ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজেকে কাশ্মীরের দূত হিসেবে পরিচয় দিলেন ইমরান খান

আকাশ ও বাণিজ্যপথ বন্ধের উদ্যোগ

প্রকাশিত: ০৯:২০, ২৯ আগস্ট ২০১৯

আকাশ ও বাণিজ্যপথ বন্ধের উদ্যোগ

ভারতের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করেছে পাকিস্তান। সেইসঙ্গে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যপথ বন্ধ করে দেয়ার উপায় নিয়েও চিন্তা ভাবনা শুরু হয়েছ। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী মঙ্গলবার টুইটারে একথা জানিয়েছেন। ডন, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস। ফাওয়াদ চৌধুরী তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার কথা চিন্তা-ভাবনা করছেন। ভেবে দেখছেন পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের স্থলবাণিজ্য বন্ধ করার বিষয়টিও। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনাও হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইনী দিকগুলো নিয়ে কথাবার্তা চলছে।’ ৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রীর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার প্রসঙ্গ টেনে ফাওয়াদ লেখেন, ‘শুরু মোদি করেছেন... শেষ করব আমরা’। নিপীড়িত কাশ্মীরী জনগণের সহায়তায় পাকিস্তান যতদূর সম্ভব হাত বাড়াতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার জাতির উদ্দেশে ভাষণে অঙ্গীকার করার একদিন পর ফাওয়াদ চৌধুরী এ কথা বলেন। এর আগে ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলার জেরে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পর ইসলামাবাদ তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল। প্রায় চার মাস বন্ধ থাকার পর জুলাইয়ের মাঝামাঝি সেটি পুনরায় খুলে দেয়া হয়। এবার ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলার পরই ফের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এর আগে কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াইয়ের ঘোষণা দেন ইমরান খান। কাশ্মীরকে রক্ষায় পরমাণু যুদ্ধেরও হুমকি দেন তিনি। সোমববার জাতির উদ্দেশে ভাষণে নিজেকে কাশ্মীর দূত ঘোষণা করে, কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি এমন সময় ভাষণ দিলেন, যখন ফ্রান্সে জি ৭ সম্মেলনের পার্শ্ববৈঠকে আলোচনায় বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার একবছর পূর্তিতে ভাষণে ইমরান বলেন, কাশ্মীরী জনগণের জন্য যতদূর যেতে হয় ততদূর যাবে পাকিস্তান। কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলে মোদির সিদ্ধান্তকে তিনি ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করেন। এর মধ্য দিয়েই কাশ্মীরের স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছে বলে ইমরান খান বলেন। তিনি বলেন বিশ্বনেতারা কাশ্মীরীদের পাশে না দাঁড়ালেও পাকিস্তান সবসময় তাদের পাশে থাকবে। তিনি কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানাতে প্রতি শুক্রবার পাকিস্তানজুড়ে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে সংহতি জানানোর আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন কাশ্মীরের লড়াইয়ে ভারতের এখন আর কিছু করার নেই।
×