ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কালকিনিতে মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৩, ২৮ আগস্ট ২০১৯

কালকিনিতে মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি ॥ প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৭ আগস্ট ॥ কালকিনিতে জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে আসামি মোঃ নুরু সিকদার (৭০) নামের এক স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এ হুমকির প্রতিবাদে উপজেলার বাশগাড়ী এলাকার আশ্রয়ন প্রকল্পে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাদীপক্ষের লোকজন এবং এলাকাবাসী। জানা গেছে, উপজেলার বাশগাড়ী এলাকার ভাদুরী গ্রামের শিকিমালী বেপারীর মেয়ে মনোয়ারা বেগমের সঙ্গে একই এলাকার রায়চন্দ্রপুর গ্রামের জৈনদ্দীন সিকদারের ছেলে নুরু সিকদারের প্রায় ৪০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৪ সন্তান রয়েছে। কিন্তু প্রায় দুই বছর ধরে ওই লম্পট স্বামী নুরু সিকদার তার স্ত্রী মনোয়ারা বেগমের সংসার ছেড়ে ওই এলাকার বিধবার সঙ্গে ঘর-সংসার করে আসছেন। তবে ইসলামী শরীয়ত মোতাবেক শুধুমাত্র কবুল পরে তার সঙ্গে ঘর-সংসার করছেন বলে দাবি লম্পট নুরু সিকদারের। এদিকে চার সন্তানের জননী বৃদ্ধা মনোয়ারা বেগম (৬০) তার সন্তানদের নিয়ে আশ্রয়ন প্রকল্পে আশ্রয় নিয়েছেন। পরে উপায়ান্ত না পেয়ে স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে স্বামী নুরু সিকদারকে আসামি করে আদালতে একটি যৌতুক ও নারী-শিশু নির্যাতন মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ আসামি নুরু সিকদারকে গত ৯ আগস্ট রাতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরে ১৭ দিন হাজতে থাকার পরে ২৫ আগস্ট জামিনে বেড়িয়ে মামলার বাদী স্ত্রী মনোয়ারা বেগম ও তার সন্তানদের হত্যাসহ বিভিন্ন হুমকি প্রদান করে আসছেন স্বামী নুরু সিকদার ও তার লোকজন। এ হুমকির প্রতিবাদে ও আসামি নুরু সিকদারকে পুনরায় গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্ত্রী, সন্তান ও শতাধিক স্থানীয় এলাকাবাসী।
×