ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ১২:০৩, ২৭ আগস্ট ২০১৯

 বিসিএস কর্নার

১. একটি বর্গক্ষেত্রের আয়তন ৪০০ বর্গফুট, তার একটি বাহু থেকে ২ গজ কমছে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার আয়তন ১৯৬ বর্গফুট ২০০ বর্গফুট ২০৪ বর্গফুট ২০৮ বর্গফুট সঠিক উত্তর: ১৯৬ বর্গফুট ২. x2-y2+2y-1 এর একটি উৎপাদক- x+y+1 x-y x+y-1 x-y-1 সঠিক উত্তর: x+y-1 ৩. দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোণে ও অনুরুপ বাহুর সমান একটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণের সমান সঠিক উত্তর: একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান ৪. দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত? ১০৮, ১৪৪ ১১২, ১৪৮ ১৪৪, ২০৮ ১৪৪, ২০৪ সঠিক উত্তর: ১৪৪, ২০৪ ৫. If n is integer, which of the following must be even?? n-1 2n+2 3n+1 n+1 সঠিক উত্তর: 2n+2 ৬. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ? দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচগুণ সঠিক উত্তর: চারগুণ ৭. ১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত? ৮৫ ৯৮ ৯৯ ১২১ সঠিক উত্তর: ৯৯ ৮. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত? ৭২:১০৫ ৭২:৩৫ ৩৫:৭২ ১০৫:৭২ সঠিক উত্তর: ৩৫:৭২ ৯. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? ১৫ : ১৬ ২০ : ১২ ১৬ : ১৫ ১২ : ২০ সঠিক উত্তর: ১৬ : ১৫ ১০. ৪ কি.মি./ ঘন্টা বেগে চলে কোনো স্থানে পৌছাতে যে সময় লাগে ৫ কি.মি./ ঘন্টা বেগে চললে তার চেয?ে ১ ঘন্টা কম সময় লাগে। স্থানটিএর দূরত্ব কত? ১০ কিমি ২০ কিমি ১৬ কিমি ৩০ কিমি সঠিক উত্তর: ২০ কিমি ১১. The cost of a camera at 50% discount is Tk. 100 and its actual price. ১৫০ ২১০ ২০০ ২৫০ সঠিক উত্তর: ২০০ ১২. ধ+ন = ৫ এবং ধ-ন = ৩ হলে ধন এর মান কত ? ২ ৩ ৪ ৫ সঠিক উত্তর: ৪ ১৩. কোনটি সমজাতীয় না। ও ঊ ঞ ঙ সঠিক উত্তর: ঞ ১৪. খড়ম২(১/৩২) এর মান- ১/২৫ -৫ ১/৫ -১/৫ সঠিক উত্তর: -৫ ১৫. .নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? ০.৩ ০.৩ ১/৩ ২/৫ সঠিক উত্তর: ০.৩
×