ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট হলে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:৩৮, ২৭ আগস্ট ২০১৯

 ব্রেক্সিট হলে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াকে গোড়ালিতে বাঁধা নোঙ্গর খুলে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে তিনি বলেছেন, যুক্তরাজ্যকে ইইউ থেকে বের করে আনার জন্য বরিস জনসনই সঠিক মানুষ। ফ্রান্সে চলমান জি-৭ সম্মেলনের ফাঁকে তিনি যুক্তরাজ্যের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি করার প্রস্তাব দিয়েছেন। বিবিসি। জনসনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের সঙ্গে ‘শীঘ্রই’ একটি বাণিজ্য চুক্তি হবে। আমরা বিশাল আকারের একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। দুই দেশের মধ্যে এর আগে যেসব চুক্তি হয়েছে এটি তার তুলনায় অনেক বড় হবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল।
×