ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জম্মু ও কাশ্মীরের অবস্থা স্বাভাবিক নয় ॥ রাহুল গান্ধী

প্রকাশিত: ০৮:৪০, ২৬ আগস্ট ২০১৯

 জম্মু ও কাশ্মীরের  অবস্থা স্বাভাবিক  নয় ॥ রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়। শনিবার বিরোধী প্রতিনিধি দলকে শ্রীনগরে ঢুকতে না দেয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন । সাবেক কংগ্রেস সভাপতি রাহুলসহ বিরোধী নেতাদের এদিন শ্রীনগর থেকেই ফেরত পাঠিয়ে দেয় জম্মু-কাশ্মীর প্রশাসন। দিল্লীতে ফিরেই জম্মু-কাশ্মীর প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল। ইন্ডিয়া টুডে। তিনি বলেন, ‘কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজ্যপাল বলেছিলেন, সেখানকার সব কিছু স্বাভাবিক এবং রাজ্য সফরের জন্য আমাকে বিমান পাঠাবেন। আমি তাকে বলেছিলাম, আমার জন্য আপনাকে বিমান পাঠাতে হবে না।’
×