ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কর্মকর্তাদের প্রশিক্ষণে জাতিসংঘের সহায়তা চান দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ১১:৪৫, ২২ আগস্ট ২০১৯

কর্মকর্তাদের প্রশিক্ষণে জাতিসংঘের সহায়তা চান দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি তদন্তের ক্ষেত্রে কমিশনের সক্ষমতা এখনও কাক্সিক্ষত মাত্রায় পৌঁছায়নি। ফলে কমিশনের প্রায় ৭০ ভাগ মামলায় অপরাধীদের শাস্তি হচ্ছে। কমিশন শতভাগ মামলায় শাস্তি প্রত্যাশা করে। তাই কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের জন্য জাতিসংঘের টেকনিক্যাল সহায়তা কামনা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সংস্থাটির প্রধান কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) সঙ্গে সংস্থাটির প্রতিনিধি ফিলিয়াট ম্যাটসেজার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাত করেন। এ সময় চেয়ারম্যান এসব কথা বলেন। বৈঠকে ফিলিয়াট ম্যাটসেজা দুদকের প্রতিরোধমূলক কার্যক্রমসহ সার্বিক কার্যক্রমের বিষয়ে জানতে চান। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের প্রায় ৭০ ভাগ মামলায় অপরাধীদের শাস্তি হচ্ছে। কমিশন শতভাগ মামলায় শাস্তি প্রত্যাশা করে। তদন্তের ক্ষেত্রে কমিশনের সক্ষমতা এখনও কাক্সিক্ষত মাত্রায় পৌঁছায়নি উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, এই সক্ষমতা বৃদ্ধিতে বিগত তিন বছরে প্রায় তিন হাজার কর্মকর্তাকে একাধিক বিষয়ে একাধিকবার প্রশিক্ষণ দেয়া হয়েছে। এক্ষেত্রে ইউএনডিপিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা টেকনিক্যাল সহযোগিতার সুযোগ রয়েছে। তিনি বলেন, দুদক দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সকল কার্যক্রম সমগুরুত্বে পরিচালনা করছে। প্রতিকারমূলক কার্যক্রমের ফলাফল স্বয়ংক্রিয়ভাবেই প্রতিরোধমূলক কার্যেই পরিগণিত হয় বলে অনেকেই মনে করেন। কারণ দুর্নীতির অভিযোগ তদন্ত এবং প্রসিকিউশনের মাধ্যমে অপরাধীদের শাস্তি হলে তা দুর্নীতি প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখে। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে কমিশন বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ভবিষ্যত প্রজন্মকে নৈতিক মূল্যবোধে জাগ্রত করার লক্ষ্যে দেশের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৮ হাজার সততা সংঘ গঠন। ইকবাল মাহমুদ বলেন, সততা সংঘের প্রতিটি কমিটিকে বছরে প্রায় ৪২০০ টাকা দেয়া হচ্ছে। সততা সংঘের সদস্যরা এই সামান্য অর্থ দিয়ে বছরব্যাপী দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, নাটকসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, এছাড়া দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা, উপজেলা, নগর বা মহানগর পর্যায়ের স্বচ্ছ এবং সৎ মানুষকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিও দুর্নীতি প্রতিরোধে স্ব স্ব উদ্যোগে উত্তম চর্চার বিকাশে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে।
×