ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উর্ধগতি দিয়ে লেনদেন শুরু করল শেয়ারবাজার

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ আগস্ট ২০১৯

উর্ধগতি দিয়ে লেনদেন শুরু করল শেয়ারবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আজহার পরবর্তী প্রথম কার্যদিবস রবিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৫২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে কমেছে টাকার পরিমাণে লেনদেন। ছুটির পরে বেশকিছু কোম্পানির বেশি চাহিদা থাকায় বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে লভ্যাংশ ঘোষণা করতে যাওয়া জুন ক্লোজিংয়ের কোম্পানির সংখ্যা বেশি। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৬ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ৫ এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৭ ও ১ হাজার ৮৪১ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ৮৬ কোটি ৮৬ লাখ টাকা কম। আগেরদিন লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৬ লাখ টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির মধ্যে ১৮৪টি বা ৫২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২৩টি বা ৩৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি বা ১৩ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা জেএমআই সিরিঞ্জের ১৩ কোটি ৮০ লাখ টাকার এবং ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- বিকন ফার্মা, মুন্নু সিরামিক, কপারটেক, গ্লোবাল ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ফরচুন সুজ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। ডিএসইতে বেশকিছু কোম্পানির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এসিআই শিল্প পরিবারের দুইটি কোম্পানি, বিডি ওয়েল্ডিং, এমারেল্ড ওয়েল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, স্ট্যাস্টেজিক ইনভেস্টমেন্টের তিনটি মিউচুয়াল ফান্ড, বিআইএফসি, লিব্রা ইনফিউশন ও কেয়া কসমেটিকের শেয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। সিএসইতে ১৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×