ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তীব্র পানি সঙ্কটে বিশ্বের এক-চতুর্থাংশ মানুষ

প্রকাশিত: ০৮:৫৯, ১৬ আগস্ট ২০১৯

তীব্র পানি সঙ্কটে বিশ্বের এক-চতুর্থাংশ মানুষ

বিশ্ব জনসংখ্যার এক-চতুর্থাংশ পানির চরম সঙ্কটাপন্ন অঞ্চলে বাস করছে এবং এক সময়ের অচিন্তনীয় পানি সঙ্কট সাধারণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। গবেষকরা এ তথ্য তুলে ধরেছেন। সিএনএন। বিশ্বে প্রতি ৪ জনের মধ্যে ১ জনের বাস হচ্ছে তীব্র জলবায়ু সঙ্কটাপন্ন ১৭ দেশে। এ দেশগুলোতে মানুষ পানি সঙ্কটে চরম দুর্ভোগ পোয়াচ্ছে। এর মানে তারা বর্তমানে প্রতিবছর তাদের লভ্য পানির ৮০ শতাংশের বেশি ব্যবহার করছে এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এ ধরনের দেশেগুলোতে এ ক্রমবর্ধমান সঙ্কট সংঘাতের ঝুঁকি সৃষ্টি করছে। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) এক রিপোর্টে এ কথা বলা হয়। ডব্লিউআরআইয়ের এ্যাকুইডাক্ট পানি ঝুঁকি প্রকল্পের পরিচালক পল রিগ সিএনএনকে বলেছেন যে, এ এলাকাগুলোয় পানির সরবরাহ সম্পৃক্ত চাহিদার উচ্চপর্যায় লভ্য পানি সম্পদের ওপর ব্যাপক চাপের সৃষ্টি করে এবং কৃষি, শিল্প ও গৃহস্থালি কাজে পানি ব্যবহারকারীদের জন্য হুমকি সৃষ্টি করে। কাতার হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পানি দুর্ভোগপূর্ণ দেশ। এরপর রয়েছে ইসরাইল, লেবানন, ইরান ও ইউনের অবস্থান। আফ্রিকা, লিবিয়া ও ইরিত্রিয়ায় পানির স্বল্পতা রয়েছে সবচেয়ে বেশি। রিগ বলেন, পানির চরম দুর্ভোগপূর্ণ ১৭ দেশের মধ্যে ১২ দেশের অবস্থান মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়। এ অঞ্চল প্রাকৃতিকভাবেই শুল্ক ও অনুর্বর। কিন্তু সেখানে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। কয়েকটি রিপোর্ট ও গবেষণায় ওঠে এসেছে যে, পানি দুর্ভোগে অভিবাসন ও সংঘাত দুটোই বেড়ে যায় এবং এ দুর্ভোগ তাই বর্তমানে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সহিংসতার উৎস হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্কতা উচ্চারণ করে বলেছেন, সরবরাহ ও চাহিদার মধ্যে এ ধরনের সঙ্কীর্ণ প্রান্তিক অবস্থা দেশগুলোকে চরম পানি সঙ্কট আরও ডে জিরোসয়ের দিকে ঠেলে দেবে। ডব্লিউআরআইয়ের প্রেসিডেন্ট ও সিইও এন্ড্রুস্টিয়ার বলেছেন, পানি দুর্ভোগ হচ্ছে সবচেয়ে বড় সঙ্কটগুলোর মধ্যে একটি। এর পরিণামে দেখা দেয় খাদ্য অনিশ্চয়তা, সংঘাত, অভিবাসন ও অর্থনৈতিক অস্থিতিশীলতা। জুনে চেন্নাই হবে তীব্র পানি স্বল্পতার দিক থেকে প্রথম বড় ভারতীয় শহর। বিশ্বে পানি দুর্ভোগে ১৩ নম্বরে অবস্থানকারী দেশ ভারতের জনসংখ্যা চরম পানি দুর্ভোগ আক্রান্ত ১৬ দেশের মিলিত জনসংখ্যার তিন গুণেরও বেশি। ডব্লিউআরআইয়ের তালিকায় যুক্তরারেষ্ট্রর অবস্থান হচ্ছে ৭১তম। কিন্তু নিউ মেক্সিকোতে সম্প্রতি চরম উচ্চমাত্রার দুর্ভোগ পর্যায় অনুভূত হচ্ছে।
×