ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে বিদ্যুত বিপর্যয়

প্রকাশিত: ০৮:৩২, ১১ আগস্ট ২০১৯

 যুক্তরাজ্যে  বিদ্যুত বিপর্যয়

যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলস অঞ্চলের প্রায় দশ লাখ মানুষ বড় ধরনের বিদ্যুত বিপর্যয়ের কবলে পড়েছে। বিদ্যুতহীন হয়ে পড়েছে বাসাবাড়ি আর পরিবহন নেটওয়ার্ক। দেশটির ন্যাশনাল গ্রিড জানিয়েছে, দুটি পাওয়ার জেনারেটর এই সমস্যার কারণ হলেও তা ঠিক করে ফেলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব এবং ওয়েলস এলাকা থেকে বিদ্যুতহীন হয়ে পড়ার খবর পাওয়া গেছে। কিংস ক্রস স্টেশনে ট্রেন বিলম্বিত ও বাতিল হওয়ায় শত শত মানুষ অপেক্ষায় ছিলেন। কোন কোন এলাকায় ট্রাফিক লাইটও কাজ করা বন্ধ করে দেয়। পরিবহন বিভাগ বলেছে, রেল নেটওয়ার্ক ও অন্যদের সঙ্গে আমরা কঠোর পরিশ্রম করছি যাতে যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা যায় আর যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায়, যাতে প্রত্যেকে নিরাপদভাবে তাদের যাত্রা শেষ করতে পারে।
×