ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসমের ৪০ লাখ লোক নাগরিকত্ব হারাতে পারে

প্রকাশিত: ০৮:৩১, ১১ আগস্ট ২০১৯

 অসমের ৪০ লাখ  লোক নাগরিকত্ব  হারাতে পারে

ভারতের নরেন্দ্র মোদি সরকার অসমের লাখ লোকের নাগরিকত্ব হরণ করতে চলেছে। মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মুসলিমবিরোধী প্রচার চালিয়ে লোকসভা নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে। সেই সঙ্কটের সৃষ্টি ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স (এনআরসি) নিয়ে। কারণ ৩১ আগস্টের মধ্যে প্রায় ৪০ লাখ মানুষের নাগরিকত্ব কেড়ে নেয়া হতে পারে। এটাকে ইতিহাসের সবচেয়ে বড় ভোটাধিকার হরণ বলে অভিহিত করেছে একটি মানবাধিকার গ্রুপ। যারা দশকের পর দশক ধরে নিজেদের ভারতীয় ভেবে আসছে, নাগরিকত্বহীন এসব লোকজন কোথায় যাবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি ভারত সরকার। ১৯ শতকে ভারত যখন ব্রিটিশ শাসনামলে অসমে বহু সংস্কৃতি বিদ্যমান ছিল। পার্শ্ববর্তী দেশ থেকে বাংলা ভাষাভাষী হিন্দু ও মুসলিম তখন অসমে আসেন। এমনকি দরিদ্রতার কারণে স্বাধীনতার পরেও অনেকেই আসেন। এখন অসমীয়া ভাষাভাষী হিন্দু এবং এখানকার দীর্ঘদিনের বাসিন্দাদের মধ্যে বহিরাগতবিরোধী মনোভাব দানাবেঁধে উঠেছে। -স্লেট
×