ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জম্মু ও কাশ্মীরে ১৪৪ ধারা শিথিল

প্রকাশিত: ০৮:২৯, ১১ আগস্ট ২০১৯

 জম্মু ও কাশ্মীরে  ১৪৪ ধারা  শিথিল

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ১৪৪ ধারা শিথিল করা হয়েছে। শনিবার শ্রীনগরের রাস্তায় কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। দোকান-বাজার আজও খোলেনি। আধা সামরিক বাহিনী ছিল সমান তৎপর। জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, মানুষ স্থানীয় মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। সুযোগ সন্ধানীরা যাতে গোলমাল করতে না পারে, সেজন্য কড়া পাহারা থাকলেও নামাজীদের আটকানো হয়নি। এনডিটিভি। সোমবার পবিত্র ঈদ-উল-আজহা। এর আগে শুক্রবার ছিল নিরাপত্তা বাহিনীর কাছে পরীক্ষা। দিনের শেষে ভূস্বর্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছাড়া, দিনটি শান্তিতে অতিবাহিত হওয়ায় স্বস্তি প্রকাশ করে দিল্লী। তবে দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে কোথায় আটক করে রাখা হয়েছে, তা এখনও জানানো হয়নি। গতকাল মোবাইল ও ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে ফিরে এসেছিল। তবে দুপুরের পরে ফের তা বিচ্ছিন্ন করা হয়। কাশ্মীরে টানা পাঁচ দিন কারফিউ ও ১৪৪ ধারা জারি থাকলেও, জম্মুর বেশিরভাগ অংশ থেকে শনিবার তা তুলে নেয়া হয়। চার দিন পরে স্কুল খুলেছে সাম্বা ও কাঠুয়ায়। শুক্রবার প্রবাসী কাশ্মীরীদের সঙ্গে কথা বলার জন্য শ্রীনগরের ডেপুটি কমিশনার দফতরে দু’টি হেল্পলাইন খোলা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের সঙ্গে কথা বলতে আজ কয়েক শ’ লোকের লাইন পড়ে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের পর শনিবার শ্রীনগর বিমানবন্দরে আটকে দেয়া হয় সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও সিপিআই নেতা ডি রাজাকে। দলের অসুস্থ বিধায়ক ইউসুফ তারিগামিকে দেখতে শ্রীনগরে গিয়েছিলেন সীতারাম। কিন্তু বিমানবন্দর থেকে তাদের বের হতে দেয়া হয়নি। কয়েক ঘণ্টা পরে তারা দিল্লির বিমানে ওঠেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কাশ্মীরীদের ঈদ পালনে সহায়তা করবে প্রশাসন। শুক্রবার দুপুরে বৈঠকে বসেন রাজ্যপাল সত্যপাল মালিক ও ডোভাল। পরে সংবাদমাধ্যমে রাজ্যপাল বলেন, ‘উপত্যকায় ঈদ পালন হবে।’ খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে যাতে সমস্যা না হয়, সেজন্য রোজ বিভিন্ন এলাকার ৩০০ বাসিন্দার সঙ্গে কথা বলতে ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।
×