ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁদে আটকা পড়ল ওয়াটার বিয়ার...

প্রকাশিত: ১০:৩৫, ১০ আগস্ট ২০১৯

 চাঁদে আটকা পড়ল  ওয়াটার বিয়ার...

পৃথিবীর যেসব প্রাণীকে অমর বলা হয় সেরকম কিছু প্রাণীকে এখন চাঁদের বাসিন্দা বলা যেতে পারে। টার্ডিগ্রেডস যাদের ওয়াটার বিয়ার বা পানির ভালুক বলা হয় সেরকম একটি প্রাণী। এক মিলিমিটারের চেয়ে কম দৈর্ঘ্যরে প্রাণীটি ১৫০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেও টিকে থাকতে পারে। পাশাপাশি শূন্য ডিগ্রী তাপমাত্রায় জমে গেলেও তাদের বেঁচে থাকতে খুব একটা কষ্ট হয় না। ইসরাইলের একটি মহাকাশযানে করে তারা চাঁদে পৌঁছায়। আর ওই ওয়াটার বিয়ারগুলোকে যে প্রতিষ্ঠান মহাকাশযানে রেখেছিল তাদের দৃঢ় বিশ্বাস যে তারা ওই দুর্ঘটনার পর এখনও বেঁচে আছে। ওয়াটার বিয়ারগুলোকে আর্দ্রতাশূন্য করে এমনভাবে সংরক্ষিত অবস্থায় রাখা হয় যেন তাদের সহজেই পুনরুজ্জীবিত করা যায় এবং তারপর সেগুলোকে কৃত্রিম এ্যাম্বারের মধ্যে রাখা হয়। আর্চ মিশন ফাউন্ডেশনের প্রধান নোভা স্পিভ্যাক বলেন, আমাদের বিশ্বাস, টার্ডিগ্রেডগুলোর বেঁচে থাকার সম্ভাবনা অনেক। বেরেশিট রোবট ল্যান্ডার তাদের লুনার লাইব্রেরি নিয়ে যাত্রা করে চাঁদের উদ্দেশে। এই লুনার লাইব্রেরিকে একটি ডিভিডির সঙ্গে তুলনা করা যায়, যার মধ্যে পৃথিবীতে মানুষের ইতিহাসের তিন কোটি পৃষ্ঠার একটি সংকলন ও মানুষের ডিএনএর আর্কাইভও রয়েছে। -বিবিসি
×