ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৩-০ গোলে জয় বেয়ার্নের, পাঁচজনের হ্যাটট্রিক

প্রকাশিত: ১০:০৯, ১০ আগস্ট ২০১৯

 ২৩-০ গোলে জয় বেয়ার্নের, পাঁচজনের হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার ॥ এতো ঝড় নয়, রীতিমতো লন্ডভন্ড। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে সৌখিন এক ক্লাবকে নাকানি-চুবানি খাইয়েছে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। বার্লিনে বৃহস্পতিবার রাতে হওয়া ম্যাচে সৌখিন দল এফসি রোটাচ-এগার্নকে ২৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। ঘটনাবহুল ম্যাচে বেয়ার্নের হয়ে হ্যাটট্রিক করেছেন পাঁচজন। এর মধ্যে চারজন তিনটি করে গোল করলেও টোলিসো করেছেন ৪ গোল। গত বছর এই ক্লাবকে ২০-২ গোলে হারিয়েছিল বাভারিয়ানরা। ম্যাচের প্রথমার্ধেই ১১-০ গোলে এগিয়ে যায় বেয়ার্ন। পুরো ম্যাচে খেলোয়াড় পরিবর্তন করায় কোন বিধিনিষেধ ছিল না। যে কারণে ইচ্ছেমতো খেলোয়াড় নামিয়েছেন দুই কোচ। প্রথম ৪৫ মিনিট পর এক সঙ্গে ১০ খেলোয়াড় পরিবর্তন করেন বেয়ার্ন কোচ নিকো কোভাক। এই তালিকায় ছিলেন নতুন জায়গা পাওয়া নিউজিল্যান্ডের সারপ্রিট সিং। চলতি বছরের শুরুতে ওয়েলিংটন ফনিক্স থেকে যোগ দেয়া ২০ বছর বয়সী এই তরুণ একটি গোলও করেছেন। ম্যাচের শুরু থেকেই একতরফা আধিপত্য বিস্তার করে খেলে প্রায় পূর্ণশক্তির দল নামানো বেয়ার্ন। গোলের মিছিলও শুরু হয় প্রথম থেকেই। এফসি রোটাচের ওপর সবচেয়ে নির্দয় ছিলেন ক্রোয়েশিয়ান ফুটবলার টোলিসো। তিনি একাই করেন চার গোল। এছাড়া তিনটি করে গোল করেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি, জার্মান তারকা টমাস মুলার, ওটসি রিয়েড ও মারিও গোয়েটজে। এছাড়া জোড়া গোল করেন সানচেজ। একটি করে গোল করেন ডাজাকু, গানাব্রাই, সারপ্রিট সিং ও নোলেনবেগার। অপর গোলটি আসে প্রতিপক্ষের ডেইট্রিকের আত্মঘাতীর সৌজন্যে। এই ম্যাচে বেয়ার্নের হয়ে অভিষেক হয়েছে ফরাসী ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের। চলতি বছরের শুরুতে ৮০ মিলিয়ন ইউরোতে মিউনিখের ক্লাবটিতে যোগ দিয়েছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী এই তরুণ। এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বেয়ার্নে যোগ দিলেও এতদিন মাঠে নামতে পারেননি। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। নিজেকে শতভাগ ফিট করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এই ম্যাচটি তার বড় প্রমাণ। বেয়ার্নের হয়ে প্রথম ম্যাচ খেলতে পেরে উচ্ছ্বসিত হার্নান্দেজ বলেন, আমি খুব খুশি। আমি সবসময় খেলতে চাই। এছাড়া অন্য কোন ভাবনা নেই। এখন আমি সুস্থ বোধ করছি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আশা করছি দ্রুতই শতভাগ সুস্থ হয়ে উঠব। এ্যাটলেটিকোর হয়ে ৬৭ ম্যাচ খেলে ১ গোল করা ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, বড় স্বপ্ন নিয়ে আমি এখানে (বেয়ার্ন) এসেছি। দলটির হয়ে সম্ভাব্য সবরকম ট্রফি জিততে চাই।
×