ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন হয়নি

প্রকাশিত: ০৯:০৪, ১০ আগস্ট ২০১৯

 কাশ্মীর ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন হয়নি

কাশ্মীর নিয়ে তাদের নীতির কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু বলেও উল্লেখ করে যুক্তরাষ্ট্র। চলমান এ উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। কাশ্মীর বিষয়ে শুক্রবার তাদের এ মনোভাবের কথা জানা যায়। কাশ্মীর বিষয়টির ওপর যুক্তরাষ্ট্র গভীরভাবে নজর রাখছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান ওর্তেগাস। এনডিটিভি। কাশ্মীর নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোন পরিবর্তন হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেন, ‘না’। কাশ্মীর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। কাশ্মীর নিয়ে আলোচনার দায়িত্ব তাদের। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের ওই কর্মকর্তা বলেন, ‘যদি কোন পরিবর্তন থেকেও থাকে তবে নিশ্চিতভাবে সেটা এখানও ঘোষণা করছি না। তবে না, কোন পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের আলোচনাকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র। ওর্তেগাস বলেন, ‘সবপক্ষকে আমরা শান্ত থাকা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছি। আমরা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চাই। আর আমরা অবশ্যই কাশ্মীরসহ অন্যান্য উদ্বেগের বিষয়ে ভারত ও পাকিস্তানের আলোচনাকে সমর্থন করি।’ ভারত সোমবার সংবিধানের ৩৭০ ধারা বিলোপ সাধন করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় এবং প্রদেশটিকে দুটি অংশে ভাগ করে। এর একটি হলো জম্মু ও কাশ্মীর এবং অন্যটি হলো লাদাখ। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওর্তেগাস জানান, দক্ষিণ এশিয়ার এই দুটি দেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের সঙ্গে অনেক বিষয় নিয়ে কাজ করছি আমরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটনে এসেছিলেন শুধু কাশ্মীর ইস্যু নিয়ে না। অবশ্যই অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা আমরা গভীরভাবে অনুসরণ করছি। তবে ভারতের সঙ্গে কিছু বিষয় নিয়ে গভীরভাবে কাজ করছি। আর কিছু বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গেও গভীরভাবে কাজ করছি। এর আগে এক বিবৃতিতে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওর্তেগাস বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫(ক) ধারা বিলোপের সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানায়নি ভারত। তিনি বলেন, ‘আগেভাগে কিছুই জানায়নি।’
×