ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা গহনা বিক্রি করে দল ও নেতাকর্মীদের সহযোগিতা করেছেন ॥ আমু

প্রকাশিত: ১১:২২, ৯ আগস্ট ২০১৯

বঙ্গমাতা গহনা বিক্রি করে দল ও নেতাকর্মীদের সহযোগিতা করেছেন ॥ আমু

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিজের জন্য চিন্তা না করে গহনা বিক্রি করে দল ও নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। দুঃসময়ে পেছনে থেকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গমাতা। মহীয়সী নারী বেগম মুজিবের কারণেই স্বাধীনতা আন্দোলন সফল হয়েছে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। আমির হোসেন আমু আরও বলেন, ৭ মার্চের ভাষণ নিয়ে আজকে অনেকেই অনেক কথা বলেন। ৭ মার্চের ভাষণের আগে অনেক নেতাই বঙ্গবন্ধুকে বলেছিলেন স্বাধীনতার ঘোষণা করতে হবে। কিন্তু বেগম মুজিব তাঁর স্বামীকে বলেছিলেন, তুমি সারাজীবন মানুষের অধিকারের জন্য লড়াই করেছ, তোমার সারাজীবনের সংগ্রাম, তোমার মনে যা আসে তুমি তাই বলবে। সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো গেলে ডেঙ্গু প্রাদুর্ভাব কমানো সম্ভব।
×