ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাশলে বার্টির পরাজয়

প্রকাশিত: ১২:৫৬, ৮ আগস্ট ২০১৯

এ্যাশলে বার্টির পরাজয়

স্পোর্টস রিপোর্টার ॥ হেরে গেলেন এ্যাশলে বার্টি। রজার্স কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। মঙ্গলবার অস্ট্রেলিয়ান তারকাকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকেট কাটেন সোফিয়া কেনিন। আমেরিকান তারকা এদিন কঠিন লড়াইয়ের পর ৬-৭ (৫/৭), ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়কে। বার্টিকে হারাতে কেনিনের সময় লাগে ১ ঘণ্টা ৫৬ মিনিট। তৃতীয় রাউন্ডের ম্যাচে কার মুখোমুখি হবেন ২০ বছরের সোফিয়া কেনিন তা নির্ধারণ হয়নি। তবে ডায়ানা ইয়াট্রেমস্কা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কার মধ্যকার বিজয়ীর বিপক্ষেই খেলতে হবে কেনিনকে। ডায়ানা ইয়াট্রেমস্কা আগের ম্যাচে ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় জোহানা কন্টাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন। আরেক ম্যাচে ভিক্টোরিয়া আজারেঙ্কা খুব সহজেই পরাজিত করেন ক্যামিলা জিওর্জিকে। প্রথম রাউন্ডের ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা এদিন ৬-২ এবং ৬-২ গেমে উড়িয়ে দেন ইতালিয়ান তারকাকে। প্রতিপক্ষকে হারাতে তার সময় লাগে মাত্র ১ ঘণ্টা ১২ মিনিট। অথচ গত চার বছরের মধ্যে আজারেঙ্কা এবারই প্রথম খেলছেন রজার্স কাপে। এর আগে ২০১৫ সালে সর্বশেষ এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছিলেন তিনি। দীর্ঘদিন পর রজার্স কাপে ফিরে জয় দিয়ে মিশন শুরু করতে পেরে দারুণ খুশি আজারেঙ্কা। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতেও ধরে রাখতে চান বেলারুশ সুন্দরী। মঙ্গলবার জয়ের দেখা পেয়েছেন কার্লা সুয়ারেজ নাভারোও। স্পেনের এই টেনিস তারকা এদিন ৬-৪ এবং ৬-২ গেমে হারিয়েছেন আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসকে। তবে দ্বিতীয় রাউন্ডেই অগ্নিপরীক্ষা নাভারোর। খেলতে হবে এস্তোনিয়ার এনেট কোন্টাভেইটের সঙ্গে। টুর্নামেন্টের ১৯তম বাছাই কোন্টাভেইট। এবার শুরুতেই চমকপ্রদ পারফর্মেন্স উপহার দেন তিনি। নিজের প্রথম রাউন্ডের ম্যাচে রাশিয়ার মারিয়া শারাপোভাকে পরাজিত করে। প্রথম সেটে পিছিয়ে থেকেও পরের দুই সেট জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন কোন্টাভেইট। রজার্স কাপে বুধবার কোর্টে নেমেছেন নাওমি ওসাকা। জাপানের এই তারকার সামনে এবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের হাতছানি। সেই পথটা সহজ করে দিয়েছেন এ্যাশলে বার্টি নিজেই। কেননা নিজের প্রথম ম্যাচেই যে হেরে গেছেন বর্তমান টেনিসের এক নম্বর খেলোয়াড়। বার্টি হারার ফলে ওসাকা এক ম্যাচ জিতলেই শীর্ষস্থান পুনরুদ্ধার করবেন। অর্থাৎ নিজের প্রথম ম্যাচে তাতজানা মারিয়াকে হারালেই দ্বিতীয় স্থান থেকে এক নম্বরে উঠে আসবেন ওসাকা। তবে তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন ক্যারোলিনা পিসকোভা।
×