ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আবারও শীর্ষ ধনী সেরেনা

প্রকাশিত: ১২:৫২, ৮ আগস্ট ২০১৯

আবারও শীর্ষ ধনী সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ আধুনিক ক্রীড়া টেনিসে অর্থের ঝনঝনানি বেশ। এ কারণে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকা করলে সেখানে টেনিস তারকারাই এগিয়ে থাকেন। ক্রীড়াবিশ্বে নারী ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে ধনী কারা, সে তালিকা করা হয়েছে। বিখ্যাত ফোর্বস সাময়িকীর করা সর্বোচ্চ আয় করা নারীদের তালিকায় জয় জয়কার টেনিস তারকারা। সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী নারী ক্রীড়াবিদদের মঙ্গলবার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে শীর্ষস্থান ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। এবারও এই তালিকায় সবার ওপরে রয়েছেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। ২৩ গ্র্যান্ডস্লামের মালিক সেরেনার আয় ২৯.২ মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে টানা চারবার ফোর্বস সাময়িকীর তালিকায় শীর্ষস্থান ধরে রাখার অনন্য গৌরব অর্জন করলেন ৩৭ বছর বয়সী সেরেনা উইলিয়ামস। এই তালিকায় চমক হয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নাওমি ওসাকা। গত ১২ মাসে বিশ্ব টেনিসেও রীতিমতো ঝড় তুলেছেন জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। ২১ বছরের এই তরুণীর বার্ষিক আয় ২৪.৩ মিলিয়ন মার্কিন ডলার। গত এক বছরে চার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। শুরুটা করেছিলেন মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরে। গত মৌসুমে সেরেনা উইলিয়ামসকে হারিয়েই বাজিমাত করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ওসাকা। সেই সঙ্গে ব্যাক টু ব্যাক শিরোপা জেতারও রেকর্ড গড়েন জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। শুধু তাই নয়, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন নাওমি ওসাকা। যে কারণেই বিশ্বের ধনী নারী এ্যাথলেটদের মধ্যে দুইয়ে উঠে আসেন ওসাকা। এই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন এ্যাঞ্জেলিক কারবার। জার্মানির এই তারকা খেলোয়াড়ের আয় দেখানো হয়েছে ১১.৮ মিলিয়ন মার্কিন ডলার। এরপরেই রয়েছেন সদ্য সমাপ্ত উইম্বলডনের শিরোপা জয়ী সিমোনা হ্যালেপ। রোমানিয়ান তারকার বার্ষিক আয় ১১.২ মিলিয়ন মার্কিন ডলার। গত কয়েক বছর ধরেই বিশ্ব টেনিসের আলোচিত নাম সিমোনা হ্যালেপ। গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপার দেখা পান তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখে সদ্য সমাপ্ত উইম্বলডনেও চ্যাম্পিয়ন হন তিনি। তাও আবার দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। জিতেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। পঞ্চম স্থানে আবারও সেরেনা উইলিয়ামসের স্বদেশী স্লোয়ানে স্টিফেন্স। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিভাবান খেলোয়াড়ের বার্ষিক আয় ৯.৬ মিলিয়ন মার্কিন ডলার। ছয় নম্বরে অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। ডেনমার্কের এই টেনিস তারকার আয় দেখানো হয়েছে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার। সাতে অবস্থান মারিয়া শারাপোভার। যদিওবা এই মুহূর্তে ফর্মে নেই তিনি। ২০১৪ সালে সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। এরপর আর কোন গ্র্যান্ডস্লাম জেতা তো দূরের কথা ফাইনালেরই টিকেট কাটতে পারেননি রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। শুধু তাই নয়, এ বছরেও টেনিস কোর্টে নিষ্প্রভ তিনি। দুইদিন আগে শুরু হওয়া রজার্স কাপেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন শারাপোভা। শুরুতেই বিদায় নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। শারাপোভার পরে শীর্ষ ধনী এ্যাথলেটদের তালিকায় রয়েছেন যথাক্রমে ক্যারোলিনা পিসকোভা (অষ্টম), এলিনা সিতলিনা (নবম), ভেনাস উইলিয়ামস (দশম) এবং গারবিন মুগুরুজা (একাদশ)। এরপরই দেখা গেল টেনিসের বাইরে থাকা কোন প্রমীলা এ্যাথলেটের নাম। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার এ্যালেক্স মরগান। সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপের ফাইনাল জেতা এই তারকা ফুটবলারের আয় ৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। অবস্থান ১২তম। এরপর ১৩ নম্বরে রয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তবে এই তালিকায় টেনিস তারকাদের জয় জয়কার থাকলেও নেই বর্তমানে এক নম্বরে থাকা এ্যাশলে বার্টির নাম।
×