ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বে পাকিস্তান ॥ ইমরান খান

প্রকাশিত: ১১:৪৯, ৮ আগস্ট ২০১৯

ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বে পাকিস্তান ॥ ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার পর এর বিরুদ্ধে তার দেশ লড়াই করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি বিষয়টি তুলবেন বলে জানিয়েছেন। বিবিসি। ইমরান খান বলেন, ভারতের ওই পদক্ষেপ আন্তর্জাতিক রীতি ভঙ্গ করেছে। তার আশঙ্কা, ভারত সেখানে জাতিগত নির্মূল অভিযান চালাতে পারে। ভারতের সংবিধানে যে ধারা মাধ্যমে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছিল, সেই ৩৭০ ধারা বিলোপের একদিন পরেও পুরো কাশ্মীর বিছিন্ন অবস্থায় রয়েছে। তিনি বলেছেন, তিনি সারা বিশ্বকে ভারত সরকারের এ পদক্ষেপের কথা জানাতে চান। বিষয়টি জাতিসংঘের তোলার কথা ইসলামাবাদ বিবেচনা করছে বলে ইমরান খান জানান। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান বলেন যে, তার সৈন্যরা কাশ্মীরের মানুষের সংগ্রামে পাশেই থাকবে। সোমবার ৩৭০ অনুচ্ছেদের বিলুপ্তি ঘোষণার আগে থেকে সেখানে হাজার হাজার অতিরিক্ত সেনা সদস্য পাঠিয়েছে ভারত। সর্বত্র সেনা, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী টহল দিচ্ছে।
×