ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গত মাসে যুক্তরাষ্ট্র সফরকালে জারিফ এই আমন্ত্রণ পান

হোয়াইট হাউসের আমন্ত্রণে সাড়া দেয়নি তেহরান

প্রকাশিত: ০৮:১৩, ৫ আগস্ট ২০১৯

হোয়াইট হাউসের আমন্ত্রণে সাড়া দেয়নি তেহরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে গত মাসে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে খবর পাওয়া গেছে। তবে এ ধরনের বৈঠক না করার সিদ্ধান্ত নেয় তেহরান। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে গত সপ্তাহে জারিফের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কর্মকা-ের ইতি টানতেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে ট্রাম্প এক নির্বাহী আদেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ফক্স নিউজ শুক্রবার নিউ ইর্য়কার জানায়, ২০১৫ সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তির অন্যতম কারিগর এবং ইরানের মধ্যপন্থী হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে গত মাসে বৈঠক করার চেষ্টা চালায় ট্রাম্প প্রশাসন। গত ১৫ জুলাই নিউ ইয়র্কে ইরানের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকের সময় জারিফকে আমন্ত্রণ জানান সিনেটর র‌্যান্ড পল, আর-কাই। এর মাত্র একদিন আগে গলফ খেলার সময় ইরানের বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ করেন পল। এতে আরও বলা হয়, কিন্তু হোয়াইট হাউসের ওই বৈঠক অনুষ্ঠিত হয়নি। কারণ জারিফ কেন্টাকির সিনেটরকে বলেন, এ ধরনের বৈঠকের জন্য তাকে তেহরানের অনুমতি নিতে হবে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার প্রেক্ষাপটে এটি গঠনমূলক আলোচনার চেয়ে বরং ফটো সেশনে পরিণত হবে। তবে সবশেষে ইরান সরকার এ ধরনের বৈঠক না করার সিদ্ধান্ত নেয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সিনেটর পল ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে কথা বলেন। এই উত্তেজনার ফলে যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। প্রতিবেদন অনুযায়ী, পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থা অবসানে তাঁর চিন্তাভাবনা সম্পর্কে সিনেটরকে অবহিত করেন। আর ইরানের কর্মকা- নিয়ে ট্রাম্পের ভীতি কিভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়েও সিনেটর পলের সঙ্গে আলাপ করেন জারিফ। তিনি ধারণা দেন যে, ২০০৩ ও ২০১০ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পারমানবিক অস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে দেয়া ফতোয়া আইনে পরিণত করতে পারে ইরান। জারিফ বলেন, যে আইনের ফলে ইরানের যেকোন স্থাপনায় পর্যবেক্ষকরা প্রবেশ করতে পারে, সেটিতে আরও সংশোধন আনতে পারে ইরান। সংসদ বিষয়ক বার্তা সংস্থা আইসিএএনএ’র উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, আন্তর্জাতিক পরমাণু চুক্তির প্রতিশ্রুতি থেকে আরও সরে আসবে ইরান- পররাষ্ট্রমন্ত্রী জারিফের এমন ঘোষণার আগে ম্যাগাজিনটিতে এ সংবাদ প্রচার করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ শনিবার বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পরমানু চুক্তির প্রতিশ্রুতি সরে আসার পদক্ষেপ তৃতীয়বারের মতো বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, ‘আমরা বলেছি যে, যদি পরমানু চুক্তির অন্যপক্ষগুলো পুরোপুরি বাস্তবায়ন না করে, তাহলে আমরাও একইভাবে সেটা বাস্তবায়ন করব। এবং অবশ্যই আমাদের সকল কর্মকান্ড চুক্তির কাঠামোর মধ্যেই রয়েছে।’
×