ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৭ বছর পর ‘ঘরে’ ফিরলেন আলভেস

প্রকাশিত: ০৯:৩৩, ৩ আগস্ট ২০১৯

 ১৭ বছর পর  ‘ঘরে’ ফিরলেন আলভেস

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০১ সালে নিজ দেশ ব্রাজিলের ক্লাব বাহিয়ার হয়ে পেশাদারী ক্যারিয়ার শুরু করেন দানি আলভেস। কিন্তু পরের বছরই দেশ ছেড়ে ভিন দেশ অর্থাৎ ইউরোপে পাড়ি জমান তারকা এই রাইটব্যাক। ২০০২ সালে স্প্যানিশ ক্লাব সেভিয়ায় যোগ দিয়ে খেলেন ২০০৮ সাল পর্যন্ত। এরপর ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় ছিলেন দলটির অন্যতম সেরা তারকা। কিন্তু নয় বছরের বার্সা মায়াজাল ছেড়ে ২০১৬ সালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দেন আলভেস। তুরিনে মাত্র এক বছর খেলে ২০১৭ সালে আবার দল পাল্টান। এবার নাম লেখান ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। প্যারিসে দুই বছর থাকার পর আবারও ঠিকানা পাল্টালেন ৩৬ বছর বয়সী ব্রাজিল অধিনায়ক। এবার তিনি নাম লিখিয়েছেন সাওপাওলোতে। এর ফলে দীর্ঘ ১৭ বছর পর আবারও ‘ঘরে’ অর্থাৎ নিজ দেশ ব্রাজিলে ফিরলেন আলভেস। আলভেসকে দলে নেয়া প্রসঙ্গে সাওপাওলোর প্রেসিডেন্ট কার্লোস অগাস্ট দ্য বারোস সিলভা বলেন, সাওপাওলোর ভালর জন্য ম্যানেজমেন্ট যেমনটা চায়, দানি আলভেস ঠিক তেমনই। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় খেলোয়াড় আলভেস। তার মধ্যে দারুণ পেশাদারিত্ব এবং শিরোপা জয়ের প্রবল ইচ্ছে রয়েছে। মূলত ২০২২ সালে কাতার বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলে ফিরেছেন আলভেস। ঘরের মাঠে কিছুদিন আগে তার নেতৃত্বে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে রেকর্ড ৪০টি শিরোপা জিতেছেন আলভেস। এদিকে ফ্রান্সের লিলে থেকে রেকর্ড মূল্যে আইভরিকোস্টের উইঙ্গার নিকোলাস পেপেকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। পেপের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে গানার্সরা। অবশ্য পেপের ট্রান্সফার ফি’র বিষয়ে সরাসরি কিছু জানায়নি আর্সেনাল। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন তারকাকে দলে ভেড়াতে প্রায় সাত কোটি ২০ লাখ পাউন্ড খরচ করেছে গানার্সরা। যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ব্যয়। এর আগে খেলোয়াড় কিনতে সর্বোচ্চ পাঁচ কোটি ৬০ লাখ পাউন্ড ব্যয় করেছে আর্সেনাল। সেটিও গত বছর বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেয়াংকে নেয়ার জন্য। ইংলিশ লীগের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় পল পোগবা। আট কোটি ৯০ লাখ পাউন্ডে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকাকে কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর দামী খেলোয়াড়দের তালিকায় আছেন যথাক্রমে রোমেলু লুকাকু (সাত কোটি ৫০ লাখ পাউন্ড) ও লিভারপুরের ভার্জিল ভ্যান (সাত কোটি ৫০ লাখ পাউন্ড)। এ তালিকায় চতুর্থ খেলোয়াড় হিসেবে যুক্ত হলো পেপের নাম।
×