ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মশক নিধনের কার্যকর ওষুধ আনতে সহযোগিতার নির্দেশ

প্রকাশিত: ১১:০১, ২ আগস্ট ২০১৯

মশক নিধনের কার্যকর ওষুধ আনতে সহযোগিতার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ মশক নিধনের কার্যকর ওষুধ আমদানি করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সহযোগী অধ্যাপকের নিচে নন এমন চিকিৎসকদের তত্ত্বাবধানে ডেঙ্গু রোগীদের সর্বক্ষণিক চিকিৎসা দিতেও নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গু জীবানুবাহী মশা শনাক্তকরণ যন্ত্র (কিটস) আমদানি করতে বলা হয়েছে। আগামী ১৮ আগস্ট আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হলে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতকে অবহিত করতে হবে। আরেকটি বেঞ্চ ডেঙ্গু আক্রান্ত সুবিধাবঞ্চিত পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা দিতে সরকারী হাসপাতালসহ সরকারী-বেসরকারী মেডিক্যাল কলেজগুলোকে নির্দেশ দিয়েছে। শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং শিশুদের জন্য ক্ষতিকর উপাদান ইন্টারনেট থেকে কেন সরানো হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ভালবেসে বিয়ে করার পর কারাদ- প্রাপ্ত তুষার দাসকে জামিন দিয়েছে আদলত। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। এদিকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নীলফামারীর ডিমলা, ডোমার ও জলঢাকার একরামুল হকসহ নয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অন্যদিকে আজ থেকে সুপ্রীমকোর্টের অবকাশকালীন ছুটি শুরু হচ্ছে। অবকাশকালীন ছুটিতে জরুরী বিষয়ের শুনানি ও নিষ্পত্তির জন্য আপীল বিভাগের চেম্বার জজ আদালত ও হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মশা নিধনে কার্যকর ওষুধ আমদানিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি), স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুই সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদ হাইকোর্টের তলবে হাজির হওয়ার পর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর বেঞ্চে এ নির্দেশ প্রদান করেন। পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দেয়ার নির্দেশ ॥ ডেঙ্গু আক্রান্ত সুবিধাবঞ্চিত পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা দিতে সরকারী হাসপাতালসহ সরকারী-বেসরকারী মেডিক্যাল কলেজগুলোকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে হাইকোর্ট রুল ॥ শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং শিশুদের জন্য ক্ষতিকর উপাদান ইন্টারনেট থেকে কেন সরানো হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেছে। জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। মাউশি ডিজির হাজিরা থেকে অব্যাহতি ॥ ঝিনাইদহের একটি কলেজের ১৯ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। জামিন পেলেন ভালবেসে বিয়ে করা সেই তুষার ॥ ভালবেসে বিয়ে করা হরিজন বর্ণের সেই তুষার দাস জামিন পেয়েছেন হাইকোর্টে। স্ত্রী সুষ্মিতা দেবনাথ অদিতির মায়ের দায়ের করা মামলায় ১৪ বছরের সাজায় গত এক মাস কারাভোগ করছিলেন তিনি। এক মাস পর তিনি কারামুক্ত হতে যাচ্ছেন। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদ-ও স্থগিত করা হয়েছে। নীলফামারীর ৯ রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নীলফামারীর ডিমলা, ডোমার ও জলঢাকার একরামুল হকসহ নয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নয় আসামির বিরুদ্ধে অপহরণ, হত্যা, গণহত্যা, ধর্ষণ ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আজ থেকে সুপ্রীমকোর্টের অবকাশ শুরু ॥ আজ থেকে সুপ্রীমকোর্টের অবকাশ শুরু হচ্ছে। আগামী ২ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সরকারী ছুটি ও ঘোষিত অন্যান্য ছুটির কারণে সুপ্রীমকোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।
×