ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু চিকিৎসায় ঢাকার সাত হাসপাতাল পেল ৩৭ কোটি টাকা

প্রকাশিত: ১১:০১, ২ আগস্ট ২০১৯

ডেঙ্গু চিকিৎসায় ঢাকার সাত হাসপাতাল পেল ৩৭ কোটি টাকা

এম শাহজাহান ॥ ডেঙ্গু চিকিৎসায় ঢাকার সাতটি সরকারী হাসপাতালের জন্য প্রায় ৩৭ কোটি টাকার জরুরী বরাদ্দ দেয়া হয়েছে। এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন, আপদকালীন শয্যা বাড়ানো, আইভি (ইন্ট্রাভেনাস) স্যালাইন বিনামূল্যে সরবরাহ ও রক্ত পরীক্ষার যাবতীয় কিট সংগ্রহে এই অর্থ বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে ঢাকার সরকারী হাসপাতালগুলোতে বিশেষ করে ঢাকা মেডিক্যাল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে সহজে মিলবে ডেঙ্গু রোগের চিকিৎসা। এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, ঢাকাসহ দেশের ৬০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। এ রোগের চিকিৎসার জন্য সরকারী হাসপাতালগুলোতে ছুটে আসছেন রোগীরা। ভিড় বাড়ছে সরকারী হাসপাতালে। এ কারণে ডেঙ্গু রোগের প্রয়োজনীয় ওষুধপত্র ও রক্ত পরীক্ষার কিট সংগ্রহের জন্য হাসপাতালগুলোর জন্য জরুরী ভিত্তিতে ৩৬ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আশা করা হচ্ছে, সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা খুব ভালভাবে করাতে পারবেন রোগীরা। এদিকে, ডেঙ্গু রোগীদের রক্ত ও মেডিক্যাল টেস্টের জন্য নির্ধারিত ফি বেঁধে দিয়েছে সরকার। বেসরকারী হাসপাতালগুলোর জন্যও একই নির্দেশনা দেয়া হয়েছে। গত কয়েকদিনে রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য কিটের সঙ্কট তৈরি হওয়ার ঝুঁকি দেখা দেয়। এ অবস্থায় জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ডেঙ্গু বিষয়টি এ মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দের জন্য প্রস্তুতি রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। সম্প্রতি বাজেট পেশের সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ কারণে এই রোগটির ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহাল অর্থমন্ত্রী নিজেও। সম্প্রতি সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ডেঙ্গু তামাশার কোন বিষয় নয়। এ বিষয়ে রাষ্ট্র ও দেশের মানুষের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ডেঙ্গু হলেই যাতে চিকিৎসা পাওয়া যায় সে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। ওই সময় তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে সব সময় বড় অঙ্কের বরাদ্দ থাকে। তবে এবারের ডেঙ্গু পরিস্থিতি সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। এ কারণে এ খাতে প্রয়োজনে আরও অতিরিক্ত বরাদ্দ দেবে সরকার। জানা গেছে, রোগীদের আর্থিক দিকটি বিবেচনায় নিয়ে সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুধু তাই নয়, ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও আইভি (ইন্ট্রাভেনাস) স্যালাইনও বিনামূল্যে সরবরাহ করা হবে।
×