ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আফ্রিকানরা বাঁদর, তারা চুলোয় যাক’

প্রকাশিত: ১০:১৩, ২ আগস্ট ২০১৯

‘আফ্রিকানরা বাঁদর, তারা চুলোয় যাক’

প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ভবিষ্যত প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে প্রায় অর্ধ শতাব্দী আগের এক ফোন সংলাপের কিছু বিস্ময়কর অডিও রেকর্ডিং প্রকাশ পেয়েছে। ন্যাশনাল আর্কাইভ এ রেকর্ডিং প্রকাশ করেছে। আর্কাইভ তাদের জাতিগত বৈষম্যপূর্ণ ভাষা ব্যবহারে বন্দী করেছে। খবর সিবিএস নিউজ অনলাইনের। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭১ সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়ার তৎকালীন গবর্নর রোনাল্ড রিগানের সঙ্গে কথা বলছিলেন। যে দিনটি ছিল গণপ্রজাতন্ত্র চীনকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার জন্য ভোটাভুটির পরের দিন। রিগান ভোট উদ্যাপনকারী জাতিসংঘ আফ্রিকান প্রতিনিধিদের প্রতি তার হতাশা প্রকাশের জন্য হোয়াইট হাউসে নিক্সনের সঙ্গে কথা বলেন। রিগান টেলিফোনে বলেন, আমি গত রাতে বিষয়টা টেলিভিশনে আপনাকে দেখতে বলেছিলাম যা আমি দেখেছি। আপনাকে দেখতে বলেছি ওই আফ্রিকান দেশগুলোর ওই বাঁদরদের। তারা চুলোয় যাক। তারা তো এখনও পায়ের অস্বস্তিকর জুতা। রোনাল্ড রিগান প্রেসিডেনসিয়াল ফাউন্ডেশন বুধবার বলেছে, তিনি তা ৫০ বছর আগে বললেও তা ঠিক হয়নি এবং ক্ষমা প্রার্থনায় তিনিই হবেন প্রথম ব্যক্তি। নিক্সন রিগানের সঙ্গে কথা বলার পর পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্সের সঙ্গে কথা বলেন এবং রিগানের বর্ণবৈষম্যমূলক ভাষা পোষণ করেন। তিনি বলেন, ওহ! এগুলো তিনি দেখেছেন। গত রাতে টেলিভিশনে এ নরখাদকদের তিনি দেখেছেন এবং তিনি বলেন, ওহ! লর্ড, তাদের পায়ের জুতাও নেই এবং এখানেই যুক্তরাষ্ট্র এর ভবিষ্যত উপস্থাপন করতে যাচ্ছে।
×