ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুখ খুললেন চীনা সেনা কমান্ডার

হংকংয়ে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগের ইঙ্গিত

প্রকাশিত: ০৯:৪৪, ২ আগস্ট ২০১৯

হংকংয়ে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগের ইঙ্গিত

হংকংয়ে চলমান বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন সেখানে নিযুক্ত চীনা সেনাবাহিনীর প্রধান চেন দাও জিয়াং। তিনি হংকংয়ে চীনা সেনাঘাঁটির প্রধান ও পিপলস লিবারেশন আর্মির একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার চেন দাও জিয়াং বলেন, এই বিক্ষোভ মানুষের জীবন ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এই ধরনের কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। খবর গার্ডিয়ানের। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, পিএলএ দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা ও হংকংয়ের উন্নয়ন ধরে রাখতে বদ্ধপরিকর। এই বিক্ষোভে সংশ্লিষ্টতার দায়ে মঙ্গলবার বেজিং সমর্থিত হংকংয়ের কর্তৃপক্ষ অন্তত ৪৩ জনের বিরুদ্ধে দাঙ্গা বাধানো ও উস্কানি প্রদানের অভিযোগ আনার পরদিন চেন দাও জিয়াং এই মন্তব্য করলেন। চেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, ক্যারি ল্যাম ও হংকং পুলিশের বিক্ষোভকারীদের ওপর কঠোর আইন প্রয়োগ করা উচিত। অনুষ্ঠানে চীনা সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করে। এতে দাঙ্গা ও বিক্ষোভকারীদের দমনে কিভাবে পদক্ষেপ নিতে হবে তা দেখানো হয়েছে। আরও দেখানো হয়েছে যে, বিক্ষোভ প্রতিরোধে পুলিশ ঢাল নিয়ে কিভাবে এগোবে এবং পলায়নরত জনতাকে কিভাবে ধাওয়া করবে। এখানে ট্যাঙ্কের সামনের দিকে অগ্রসর হওয়া ও জলকামান ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়ার কৌশল দেখানো হয়েছে। ভিডিওতে এক সেনা সেনাকর্মকর্তাকে হংকংয়ের প্রধান ভাষা ক্যান্টনিজে বলতে শোনা যাচ্ছে, এই বিক্ষোভ করে তোমরা নিজেদের ক্ষতি ডেকে আনছ। হংকংয়ের প্রথম প্রধান নির্বাহী তাং চি হা এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের যোগসাজশের অভিযোগ আনার পর হংকংয়ে চীনা সেনাঘাঁটির প্রধান ও পিপলস লিবারেশন আর্মির কমান্ডার চেন দাও জিয়াংয়ের বক্তব্য পাওয়া গেল। তাং চি হা আরও বলেন, কিছু রাজনীতিবিদ ও চীন বিরোধী এই বিক্ষোভের পেছনে কলকাঠি নাড়ছে। তারা হংকংয়ের মানুষের মনে ভয় ও চীন থেকে হংকংকে আলাদা করতে কাজ করছে। তিনি এই ধরনের রাজনীতিবিদ ও বিদেশী শত্রুর কাছ থেকে দূরে থাকার জন্য হংকংয়ের জনগণের প্রতি আহ্বান জানান। বর্তমানে চীনের পিপলস পলিটিক্যাল কনসালেটিভ কনফারেন্সের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাং চি হা। চীনা সেনাকমান্ডার ও তাং চি হা-এর বক্তব্য প্রায় একই ধরনের। তারা উভয়ই হংকংয়ের বিক্ষোভের পেছনে বিদেশী শক্তির হাত রয়েছে বলে উল্লেখ করেন। চীনের কোন সিনিয়র সেনা কর্মকর্তার এ ধরনের বক্তব্য হংকংয়ের জনগণের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের চীন বিষয়ক গবেষক আন্দ্রেজ ফুলদা বলেন, চীনা সেনাবাহিনীর এই ধরনের বক্তব্যে মনে হয় হংকংয়ের এই বিক্ষোভে পিএলএ হস্তক্ষেপ করতে পারে। ১৯৯৭ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং চীনের নিয়ন্ত্রণে আসার পর এই প্রথম সেখানে বড় ধরনের রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। রবিবার পুলিশের সঙ্গে সহিংসতায় জড়ানোর অপরাধে ৩২ পুরুষ ও ১৭ নারীকে আটক করা হয়েছে। তাদের এক বছরের বেশি সময় কারাগারে থাকতে হবে। হংকংয়ে চলমান সঙ্কট গভীরভাবে পর্যবেক্ষণ করছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি হংকং সীমান্তে চীনা সৈন্য মোতায়েনের বিষয়ে বুধবার ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন।
×