ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিট ছিলেন না বেল

প্রকাশিত: ১২:০৯, ১ আগস্ট ২০১৯

ফিট ছিলেন না বেল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক মৌসুম প্রীতি ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছেও হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাবটির কাছে ১-০ গোলে হেরে যায় স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি গ্যারেথ বেলকে। তবে ম্যাচের শেষে রিয়াল মাদ্রিদের কোচ জানান, ওয়েলস স্ট্রাইকার মিউনিখ সফরের জন্য পুরোপুরি ফিট ছিলেন না। যে কারণেই তাকে দলের সঙ্গে আনা হয়নি। আর এই সিদ্ধান্ত যৌথভাবেই নেয়া হয়েছে বলে মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের ফরাসী কোচ। এ প্রসঙ্গে জিনেদিন জিদান বলেন, ‘সফরে যোগ না দেয়ার কারণ সে ফিট ছিল না। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারজন্য সেরা সিদ্ধান্তটাই নেয়া হয়েছে। যে কারণেই তাকে মাদ্রিদে রেখে আসা হয়েছে। সেখানেই অনুশীলন করছে সে। এটা খেলোয়াড়, মেডিক্যাল স্টাফ এবং কোচের যৌথ সিদ্ধান্ত।’ সাম্প্রতিক সময়ে গ্যারেথ বেলকে নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। গত মাসে তো রিয়াল মাদ্রিদের কোচ জিদান সাফ জানিয়ে দেন, গ্যারেথ বেলের এখন রিয়াল মাদ্রিদ ছাড়ার উপযুক্ত সময়। বেলের রিয়াল ছাড়াটা নাকি সবার জন্যই মঙ্গল। এরপরই গুঞ্জন শুনা যায় রিয়াল মাদ্রিদ ছাড়ছেন সাবেক টটেনহ্যাম হটস্পারের এই তারকা ফুটবলার। শুনা যায় রিয়াল মাদ্রিদ ছেড়ে চীনে পাড়ি জমাচ্ছেন এক সময়ের হাজার কোটি টাকার গ্যারেথ বেল। তবে সেই জল্পনা-কল্পনা খুব দ্রুতই থামিয়ে দেয় রিয়াল মাদ্রিদ।
×