ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

প্রকাশিত: ০৮:৩৯, ৩১ জুলাই ২০১৯

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

পাকিস্তানের রাওয়ালপি-ি শহরে সামরিক বাহিনীর ছোট একটি বিমান আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় পাঁচ ক্রু এবং ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে রাওয়ালপি-ির মোরা কালুর কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আরও ১২ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এবং সেটি কোন ধরনের সে সম্পর্কে কিছু জানায়নি পাকিস্তান সেনাবাহিনী। সামরিক বিমানটি যে ভবনের ওপর বিধ্বস্ত হয় সেটিতে আগুন ধরে গিয়েছিল। সামরিক বাহিনীর এবং বেসামরিক উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালপি-িতেই দেশটির সেনাবাহিনীর সদরদফতর। ঘটনাস্থলের কাছে স্থানীয় অনেক মানুষ জড়ো হন। তাদের অনেককে কাঁদতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাদিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ব্যাপক বিস্ফোরণের শব্দ পেয়ে আমি ঘুম থেকে জেগে উঠি। লোকজনের গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছিল। কিন্তু আগুনের শিখা খুব উঁচুতে ওঠে এবং এর প্রচ- তাপের কারণে আমরা তাদের সাহায্য এগিয়ে যেতে পারিনি।’ আরেক বাসিন্দা বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আগুন ধরে গিয়েছিল বলে মনে হচ্ছে। -বিবিসি ও ডন
×