ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমি সানন্দে তেহরান সফরে যাব, তাদের টিভিতে বক্তব্য রাখব

প্রকাশিত: ০৯:০১, ২৭ জুলাই ২০১৯

 আমি সানন্দে তেহরান  সফরে যাব, তাদের  টিভিতে বক্তব্য রাখব

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার বলেছেন, উপসাগরীয় দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দু’দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে তিনি সানন্দে তেহরান সফরে যাবেন। পম্পেও ব্লুমবার্গের সঙ্গে এক সাক্ষাতকারে ব্যাখ্যা করে বলেন, নিষেধাজ্ঞার যুক্তি তুলে ধরার জন্য তিনি স্বেচ্ছাপ্রণোদিতভাবে ইরানী টেলিভিশনে উপস্থিত হবেন। তিনি বলেন, ইরানী জনগণের নেতৃত্ব কী করেছে এবং তা ইরানকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে যেসব বিষয় তাদের অবহিত করার জন্য আমি কথা বলার সুযোগকে অভিনন্দন জানাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটনকে গতবছর সরিয়ে নেয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে থাকে। ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচী ছেঁটে ফেলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপ নেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা গত সপ্তাহে একটি এবং সম্ভবত দুটি ইরানী ড্রোন ভূপাতিত করেছে এবং কৌশলগত উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজের ওপর রহস্যজনক হামলার জন্য ইরানকে দায়ী করেছে।-এএফপি
×