ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিসির ডেভেলপমেন্ট স্কোয়াডে জাহানারা ও ফারজানা

প্রকাশিত: ১১:৩৩, ২৬ জুলাই ২০১৯

 আইসিসির ডেভেলপমেন্ট স্কোয়াডে জাহানারা ও ফারজানা

স্পোর্টস রিপোর্টার ॥ নারীদের ক্রিকেটকে এগিয়ে নিতে নানা কার্যক্রম নিয়েছে আইসিসি। নারীদের ক্রিকেটে শীর্ষ দেশগুলোর বাইরে অন্য দেশগুলোর ক্রিকেটের মান উন্নয়ন করতে উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট (ডব্লিউজিডিএস) প্রোগ্রাম আয়োজন করেছে সংস্থাটি। গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা হক পিংকি। আগামী ২৯ জুলাই ইংল্যান্ড উইমেন্স একাডেমির বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবেন জানাহারা-পিংকিরা। ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সাউদার্ন ভাইপার্স। ২ আগস্ট তৃতীয় ও শেষ ম্যাচে আইসিসির দলটি খেলবে সারে স্টারসের বিপক্ষে। ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজের জন্য বৃহস্পতিবার ১২ সদস্যের টি২০ দল ঘোষণা করেছে আইসিসি। অধিনায়ক করা হয়েছে পাকিস্তানী ব্যাটার জাভেরিয়া খানকে।আইসিসির দলে পাকিস্তানের জাভেরিয়া খান ছাড়া বাকিরা র‌্যাঙ্কিংয়ের সেরা আট দেশের বাইরে থেকে আসা প্রতিনিধি। ডব্লিউজিডিএস স্কোয়াড ॥ জাভেরিয়া খান (পাকিস্তান), জাহানারা আলম (বাংলাদেশ), ফারজানা হক (বাংলাদেশ), ক্রিস্টিনা গফ (জার্মানি), কেলেস্টি র‌্যাক (আয়ারল্যান্ড), ডেনিস ভ্যান ডেভেন্তার (নেদারল্যান্ডস), ব্রেন্ডা টাউ (পাপুয়া নিউ গিনি), রাভিনি ওয়া (পাপুয়া নিউ গিনি), আবতাহা মাকসুদ (স্কটল্যান্ড), হান্নাহ রেইনি (স্কটল্যান্ড), বেকি গ্লেন (স্কটল্যান্ড), সুগেথা চন্দ্রশেখর ( যুক্তরাষ্ট্র)।
×