ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সবরকম কোর্স করে গোলরক্ষক কোচ নয়ন এখন স্বয়ংসম্পূর্ণ

প্রকাশিত: ০৬:৩৯, ২০ জুলাই ২০১৯

সবরকম কোর্স করে গোলরক্ষক কোচ নয়ন এখন  স্বয়ংসম্পূর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বর্তমান এবং বাংলাদেশ পুরুষ ও মহিলা ফুটবল দলের সাবেক গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন তার ক্যারিয়ারের অষ্টম কোচিং কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় গিয়ে ২০১৮ সালের ১৬-২১ অক্টোবর পর্যন্ত নয়ন করেছিলেন করলেন ‘লেভেল-২ গোলকিপিং লাইসেন্স কোর্স’ (এটি অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের অধীনে পরিচালিত কোস, এএফসির অনুমোদিত)। গত ১৫ জুলাই অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল বিভাগ ই-মেইলে নয়নে জানায় তিনি কোচিং কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তাকে মেইলের মাধ্যমে কোচিং সনদটি পাঠানো হয়। জনকণ্ঠকে নয়ন বলেন, ‘বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির কাছ থেকে জেনেছি এফসির নতুন নিয়ম অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি থেকে গোলকিপার কোচ হতে হলে জাতীয় দলের এবং এশিয়া কাপের, এমনকি যে কোন লেভেলের অর্থাৎ অনুর্ধ-১৬, ১৮, ১৯, ২৩, বা জাতীয় দলসহ যে কোন আন্তর্জাতিক মানের খেলায় অংশগ্রহণ করতে হলে গোলকিপার কোচকে অবশ্যই গোল কিপিং এএফসি লেভেল-২ এর অধিকারী হতে হবে। সেক্ষেত্রে আমি এখন ওই পর্যায়ে উপনীত হতে পেরেছি।’ ৩৯ বছর বয়সী নয়ন এর আগে গত আট বছরের মধ্যে ইরানে এএফসি ‘সি’ লাইন্সেস কোর্স, ভুটানে এএফসি ‘বি’ লাইন্সেস কোর্স, নেপালে এএফসি গোলকিপিং লেভেল-১ লাইসেন্স কোর্স এবং অস্ট্রেলিয়ায় গিয়ে এএফসি ‘এ’ লাইসেন্স (পার্ট ওয়ান), এএফসি লেভেল-২ কোর্স ও গোলকিপিং লাইসেন্স কোর্স করেছেন। এছাড়া সর্বশেষ গত জুনে ভারতের গোয়ায় গিয়ে ফিফা/এএফসি এডুকের্টস (ইন্সট্রাক্টর) কোর্স করেন। নয়ন ১৯৯৭-২০০৭ পর্যন্ত ফুটবলার-গোলরক্ষক হিসেবে খেলেছেন মিরপুর চলন্তিকা, ভিক্টোরিয়া, মিরপুর সিটি ক্লাব, শেখ রাসেল এবং ধানমণ্ডি ক্লাবে। কোচ হিসেবে তার ঘরোয়া ফুটবলের ক্লাবগুলো হলো : ঢাকা মোহামেডান, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা। ২০১৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ ঢাকা মহিলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের কোচ ছিলেন।
×