ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রকাশিত: ০৯:৩১, ১১ জুলাই ২০১৯

 জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলানিউজ ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লীতে তার অফিসে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এক বৈঠকে তাকে আমন্ত্রণ জানান। বুধবার ভারতের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দিল্লীতে সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশে আসার জন্য এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানান। জয়শঙ্কর উভয়পক্ষের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসবেন বলে আশ্বাস দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাফল্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন সৈয়দ মোয়াজ্জম আলী।
×