ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকায় সেপ ভারতীয় শিক্ষামেলা শুরু আজ

প্রকাশিত: ০৯:২৯, ১১ জুলাই ২০১৯

 ঢাকায় সেপ ভারতীয়  শিক্ষামেলা শুরু  আজ

রাজধানীর ফার্মগেট কে আই বি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে ‘সেপ ভারতীয় শিক্ষামেলা-২০১৯’। দুই দিনব্যাপী এ মেলা শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত। রাজধানীতে ষষ্ঠ বারের মতো এ মেলার আয়োজন করছে সেপ ইভেন্ট এ্যান্ড মিডিয়া প্রা. লি.। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের মেলায়ও অসম ডাউন ইউনিভার্সিটি, এ্যাডামাস, জে আই এস গ্রুপ কলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গালুরু, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি-দিল্লী, এপিজি সিমলা ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রুপ অব ইনস্টিটিউশনসহ ভারতের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়) স্টল সহকারে মেলায় অংশ নিচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও বাংলাদেশের এজেন্টরা ভারতের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন। -বিজ্ঞপ্তি
×