ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা তীরের ১০০ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৯:১২, ৫ জুলাই ২০১৯

বুড়িগঙ্গা তীরের ১০০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৪ জুলাই ॥ বুড়িগঙ্গা নদীর দুই তীর দখলমুক্ত করতে চতুর্থ দফায় উচ্ছেদ অভিযানের ৩য় দিনে কামরাঙ্গীরচর হুজুরপাড়া খেয়াঘাট এলাকা থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত ১০০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি পুনর্দখল করা স্থাপনাগুলোও আবার দখলমুক্ত করা হয়েছে। এ সময় নদীর তীরে গড়ে ওঠা পাকা, আধাপাকা, টিনশেড ঘর ও টং-দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং তীর দখল করে বিভিন্ন প্রকার মালামাল সংরক্ষণ করে রাখা স্থানগুলোও অবমুক্ত করা হয়েছে। গত ৩ দিনের অভিযানে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট এলাকা থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত মোট ৪৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিআইডব্লিউটিএ কামরাঙ্গীরচর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছিল, কিছু কিছু স্থানে কতিপয় ব্যক্তি সেগুলো আবার দখলের পাঁয়তারা করছে সে স্থানগুলোতে আজ আবারও অভিযান চালিয়ে দখল মুক্ত করা হয়েছে এবং পাশাপাশি সোয়ারীঘাট থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত নদীর তীরে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, ১২ কার্য দিবসের এ অভিযান চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপ-পরিচালক মিজানুর রহমান ও সহকারী পরিচালক নূর হোসেন।
×